বাংলাহান্ট ডেস্ক: দেড় মাস ব্যাপী বিগ বস OTT র প্রথম সিজনের সমাপ্তি ঘটেছে গত ১৮ সেপ্টেম্বর। শমিতা শেট্টিকে টেক্কা দিয়ে বিজয়ীর ট্রফি জিতে নিয়েছেন দিব্যা আগরওয়াল। করন জোহরের সঞ্চালনায় এই প্রথম বার OTT প্ল্যাটফর্মে এল বিগ বস। বিতর্কের মালমশলাও অনেকটাই বেশি ছিল এই সিজনে। এবারে তোড়জোড়ের পালা টেলিভিশনের চিরাচরিত বিগ বস শুরু হওয়ার।
টেলিভিশনের সেই পুরনো বিগ বস এবার পা রাখছে ১৫ তম সিজনে। সঞ্চালনার দায়িত্বে সলমন খান (salman khan)। শোয়ের আগামী সিজনে তিনি আর সঞ্চালক হবেন কিনা তা নিয়ে বিস্তর চর্চা হয়েছিল। কিন্তু সম্প্রতি বিগ বসের তরফে আসন্ন সিজনের একটি টিজার ভিডিও শেয়ার করা হয়েছে। সেখানে স্বমহিমায় দেখা গিয়েছে ভাইজানকে।
তবে এবারের বিগ বসের সিজন অনেকটাই আলাদা। বদল হয়েছে সেটেও। অন্য বারের মতো আর শোয়ের মধ্যে বিলাসবহুল ভাবে দিন কাটাতে পারবেন না প্রতিযোগীরা। জানা যাচ্ছে, মূল পর্বে ঢোকার আগে জঙ্গলের মধ্যে কিছুদিন থাকতে হবে তাদের। নিজের নূন্যতম আরামের ব্যবস্থাটাও করে নিতে হবে নিজেকেই।
টিজারে সলমনকে বলতে শোনা যায়, শো যেমন বড় তেমনি এবারে উত্তেজনার মাত্রাও বাড়বে। সেই সঙ্গে পাল্লা দিয়ে নিজের পারিশ্রমিকটাও বাড়াতে ভোলেননি ভাইজান। মাত্র ১৪ সপ্তাহের জন্য ৩৫০ কোটি টাকা নেবেন তিনি! গত সিজনগুলির তুলনায় প্রায় ১৫ শতাংশ পারিশ্রমিক বাড়িয়েছেন সলমন।
Dekhiye jungle mein sankat ke peeche ka dangal! #BehindTheScenes.
Dekhiye #BiggBoss15 ka asli dangal, 2nd October se, Sat-Sun 9:30 baje aur Mon-Fri 10:30 baje sirf #Colors par.#BiggBoss #BB15@BeingSalmanKhan pic.twitter.com/QO9yxSHTZW
— Bigg Boss (@BiggBoss) September 19, 2021
বিগ বসের ৪ থেকে ৬ তম সিজনের প্রতিটি পর্বের জন্য ২.৫ কোটি টাকা করে পারিশ্রমিক নিতেন সলমন। সিজন ৭ আসতেই সেটা বাড়িয়ে সপ্তাহে ৭ কোটি করে দেন তিনি। ১৩ তম সিজনে সপ্তাহে ১৩ কোটি টাকা করে পারিশ্রমিক নিয়েছিলেন সলমন। নিন্দুকরা বলছেন, করোনাকালে যে টাকা গরীব দুঃখীদের জন্য ব্যয় করেছিলেন সেটা এভাবেই তুলে নিচ্ছেন ভাইজান।
এখনো পর্যন্ত টেলিভিশন বিগ বসের প্রতিযোগীদের চূড়ান্ত তালিকা প্রকাশ্যে না আসলেও বিগ বস OTT র ঘরে থাকাকালীনই সিজন ১৫ তে সরাসরি এন্ট্রি নেওয়ার সুযোগ পেয়ে গিয়েছিলেন প্রতীক সেহজপাল। আগামী ২ রা অক্টোবর থেকে শুরু হবে বিগ বস সিজন ১৫।