বাংলা হান্ট ডেস্কঃ এক ধাক্কায় প্রায় ২৬ হাজার শিক্ষক-শিক্ষাকর্মীর চাকরি বাতিল। কিছুজনের দুর্নীতির জেরে পায়ের নিচের মাটি সরে গেল ২৬ হাজার জনের (SSC Recruitment Scam)। বৃহস্পতিবার ২০১৬ সালের SSC-র গোটা প্যানেল বাতিল করে দিয়েছে সুপ্রিম কোর্ট। এক ধাক্কায় এত গুলো চাকরি চলে যাওয়ায় একদিকে যেমন দিশেহারা হয়ে পড়েছেন চাকরিহারারা তেমনই একের পর এক স্কুলে কমে গেল কর্মরত শিক্ষকদের সংখ্যা। এই আবহেই এবার আসরে নামল সংগ্রামী যৌথ মঞ্চ?Sangrami Joutha Mancha)।
এসএসসি কাণ্ডে চাপ বাড়ছে সরকারের! SSC Recruitment Scam
বিভিন্ন সময়ে শিক্ষকদের একাধিক দাবি সামনে এনেছে সংগ্রামী যৌথ মঞ্চ। বহুদিন ধরে কেন্দ্রীয় হারে ডিএ-র দাবিতে রাজ্য সরকারের সাথে লড়াই চালিয়ে যাচ্ছে যৌথ মঞ্চ। এবারেও চাকরিহারা শিক্ষকদের পাশে এসে দাঁড়ালেন তারা। গতকাল সংগ্রামী যৌথ মঞ্চের নেতা ভাস্কর ঘোষ বলেন, যাদের নামে কোনও অভিযোগ নেই তাদের প্রতি মাসে বেতনের ব্যবস্থা করুক সরকার।
তিনি বলেন, একটা ভয়াবহ শিক্ষা সংকটের মধ্যে পড়েছি। স্বাধীন ভারতে এর আগে কোনও রাজ্য এমন সংকটের মুখোমুখি হয়নি। পরিস্থিতি বিচার করে আগামী শনিবার সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানের কাছে, শিক্ষক শিক্ষিকাদের কাছে একদিনের কর্মবিরতি পালন করার আবেদন জানিয়েছেন তিনি। সরকারের বিরুদ্ধে নিজেদের কণ্ঠস্বর জোড়ালো করতে শনিবার ৫ এপ্রিল কর্মবিরতির ডাক দিয়েছে সংগ্রামী যৌথ মঞ্চ।
ভাস্কররবাবু আরও বলেন, ‘রাজ্যে শিক্ষার পরিকাঠামো ধ্বংসের মুখে। একটা স্কুল থেকে ৭জন, ৮জন করে শিক্ষক বাতিল হয়ে যাচ্ছেন। যারা বরখাস্তের তালিকায় তাদের জীবনের দায় কে নেবে? সর্বোচ্চ আদালতে বলা হয়েছে পৃথকীকরণের কোনও তালিকা কেন দিল না সরকার?’
আরও পড়ুন: গোটা মন্ত্রিসভার বিরুদ্ধে তদন্তের নির্দেশ! কারা জড়িত? ৮ এপ্রিল যা হতে চলেছে…
যদি যোগ্য শিক্ষক শিক্ষিকা যদি আবেদন করেন তবে সংগ্রামী যৌথ মঞ্চ তাদের পাশে থেকে আন্দোলনের জন্য প্রস্তুত বলে জানান তিনি। ভাস্কররবাবু আরও বলেন, ‘আন্দোলন ছাড়া রাস্তা নেই। আন্দোলন না করলে সরকার সহজে এই তালিকা প্রকাশ করবে না। কারণ মুখ্যমন্ত্রী নবান্ন থেকে যা যা বলেছেন সেখানে যোগ্যদের কথা কিছু বলছেন না বরং গোল গোল কথা ঘুরিয়ে অযোগ্যদের রক্ষা করার কথা বলে গিয়েছেন।’