বাংলা হান্ট নিউজ ডেস্ক: অত্যন্ত খারাপ ভাবে শেষ হলো গত ২০ বছরের একটি যাত্রা। নিজের শেষ পেশাদারী টেনিস টুর্নামেন্টের প্রথম রাউন্ড থেকেই ছিটকে গেলেন ভারতীয় টেনিসের রানী সানিয়া মির্জা (Sania Mirza)। ২১শে ফেব্রুয়ারি দুবাই ডিউটি ফ্রি টেনিস চ্যাম্পিয়নশিপের প্রথম রাউন্ডেই তিনি এবং তার আমেরিকান পার্টনার ম্যাডিসন কিইস, রাশিয়ান জুটি ভের্নোকিয়া কুদেরমেতোভা এবং লুদিমিলা স্মারসনোভার কাছে ১ ঘন্টার মধ্যে হারলেন ৪-৬, ০-৬ ফলে।
একমাস আগেই নিজের কেরিয়ারের শেষ গ্র্যান্ড স্ল্যামটা সর্বাঙ্গ সুন্দর করে তোলার অত্যন্ত কাছাকাছি পৌঁছে গিয়েছিলেন টেনিস কিংবদন্তি। ওমেন্স ডবলসে হারলেও মিক্সড ডবলসে তিনি অপর ভারতীয় কিংবদন্তি, রোহন বোপান্নার সঙ্গে জুটি বেঁধে পৌঁছেছিলেন অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনাল পর্যন্ত। কিন্তু ফাইনালে ব্রাজিলিয়ান জুটির কাছে তাদের স্ট্রেট সেটে হারতে হয়েছিল।
২০০৩ থেকে শুরু হওয়া নিজের কেরিয়ারে সানিয়া অনেক সম্মান অর্জন করেছেন। তিনি নিজের কেরিয়ারে মোট ৬ টি গ্র্যান্ড স্ল্যাম জিতেছেন। গত মাসের অস্ট্রেলিয়ান ওপেন ফাইনাল ছিল তার কেরিয়ারের ১১ তম গ্র্যান্ড স্ল্যাম ফাইনাল, যার মধ্যে ৬টি-তেই জয় পেয়েছেন তিনি। এছাড়া টানা ৯১ সপ্তাহ ডবলস র্যাঙ্কিংয়ের শীর্ষস্থানে থাকার রেকর্ড আছে তার নামের পাশে।
টেনিস ছাড়ার পর কি করবেন সানিয়া, সেটাও তিনি নিজে এই বছরের শুরুতেই জানিয়েছিলেন। নিজের পড়াশোনা সংক্রান্ত বিষয় নিয়ে আরও কিছুটা এগোতে চান দুবাইয়ে থেকে সেটা উল্লেখ করেছিলেন টেনিস তারকা। তবে তার টেনিস কেরিয়ার শেষ হওয়ার পরেই তাকে যুক্ত হতে দেখা যাচ্ছে ক্রিকেটের সাথে। প্রথম আয়োজিত মহিলা আইপিএলে তিনি রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর দলের মেন্টর হিসেবে নিযুক্ত থাকবেন।
কিছুদিন আগে অফিসিয়াল ঘোষণা করে বিষয়টি নিশ্চিত করেছে স্মৃতি মান্ধানার দল। সেই ঘোষণায় বলা হয়েছে, “আমাদের কোচিং স্টাফরা গোটা দলকে ক্রিকেট সংক্রান্ত বিষয়ে সাহায্য করার জন্য প্রস্তুত থাকবে। তার পাশাপাশি কঠিন পরিস্থিতিতে সাহসী পারফরম্যান্স করার জন্য আমাদের দলকে পথ দেখাতে উপস্থিত থাকবেন কিংবদন্তি সানিয়া মির্জা। সবাই মিলে তাকে স্বাগত জানান এবং বরণ করে নিন।”