বাংলায় জঙ্গলরাজ চালাচ্ছে তৃণমূল, আপনি আসুন বাংলাতে! যোগী আদিত্যনাথকে বললেন সৌমিত্র খাঁ

বাংলা হান্ট ডেস্কঃ ভারতের সবথেকে বড় বিধানসভা আসনগুলোর মধ্যে উত্তরপ্রদেশ অন্যতম। বিজেপি ক্ষমতায় আসার পর যোগীকে মুখ্যমন্ত্রী করেন মোদি-অমিতরা। তারপর যমুনা দিয়ে অনেক জল গড়িয়ে গেছে যে উত্তর প্রদেশ একসময় সন্ত্রাসবাদের আখড়ার হয়ে উঠেছিল এবং বহিরাগত আক্রমণে আঁতুড়ঘর হয়ে উঠেছিল সেই উত্তরপ্রদেশে এখন অনেকটাই শান্ত এবং সুস্থ ভাবে মানুষ বসবাস করছে বলে মনে করছে বিজেপি।

BJP Flag 1

যোগীকে লোকসভা নির্বাচনে প্রচারে আসতে বাঁধা দেওয়া ও বাংলার প্রশাসন এবং তৃণমূল দলের দিকে আঁঙুল তোলেন রাজ্যে বিজেপি। এরপর বিজেপি তার রাজনৈতিক ফায়দা তোলার চেষ্টা করে এবং অবশেষে লোকসভায় ১৮টি আসন পায়। বছর ঘুরলেই বিধানসভা নির্বাচন ইতিমধ্যে দিল্লিতে দিলীপ ঘোষের বাসভবনে তিনদিন ধরে প্রতিটি বিধানসভা ধরে ধরে আলোচনা করা হচ্ছে, কে কোথায় প্রার্থী হবে, কোথায় জেতার সম্ভাবনা আছে, কাদেরকে নিয়ে বাংলায় প্রচার করতে হবে। কেন্দ্রীয় নেতৃত্ব রাজ্য নেতৃত্ব উপর কতটা দায়িত্বশীল একাধিক বিষয় নিয়ে আলোচনা শুরু করেছে কেন্দ্র ও রাজ্যে বিজেপির নেতারা।

BJP FLAG 2

রাজ্য বিজেপি বেশ কিছু নতুন মুখের সামনে এনে লড়াই শুরু করতে চেয়েছে যেমন যুব বাহিনীর দায়িত্ব দেওয়া হয়েছে বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খাঁ কে। সৌমিত্র খাঁ নেতৃত্বে বাংলা যুবসমাজ কাজ করছে, হঠাৎ সৌমিত্র খাঁ (Saumitra Khan) চলে গেলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ (Yogi Adityanath) এর সাথে দেখা করতে, ওনাদের মধ্যে দীর্ঘক্ষন আলোচনাও হয়। সূত্র মারফত জানা যাচ্ছে সৌমিত্র খাঁ এর সাথে আগামী বিধানসভা ভোট নিয়ে আলোচনা হয়েছে এবং সৌমিত্র খাঁ চাইছে যোগীর বাংলায় প্রচারে আসুক এবং যুব বাহিনীকে নির্দেশ দিক।

এছাড়া বাংলায় যেভাবে জঙ্গলরাজ চলছে বলে দাবি করছে বিজেপি এবং উত্তরপ্রদেশে গত তিন বছরে কিভাবে উন্নয়ন করেছে এবং মানুষকে একাধিক সরকারি পরিষেবা পেয়েছে যোগী বাংলায় এসে সেটা তুলে ধরে যুব বাহিনীকে উজ্জীবিত করুক। শোনা যাচ্ছে মুম্বাইয়ে তিনি পুনম মহাজনের বাড়িতে যাবেন এবং ওনার সাথে দীর্ঘক্ষন বাংলার যুব বাহিনীকে কিভাবে আরো কাজ করা যায় সেই নির্দেশনা দেবেন। ওনার হিসেবে একটা কথা পরিষ্কার সেটা হল, বাংলায় যেখানে তৃণমূল উন্নয়ন করতে পারেনি উত্তরপ্রদেশে যেভাবে উন্নয়ন হয়েছে সেটাই তুলে ধরা। আগামী ভোটের আগে বাংলায় একাধিক সভা করবেন যোগী আদিত্যনাথ বলে জানা গিয়েছে।

Avatar
Koushik Dutta

সম্পর্কিত খবর