বাংলায় ফের বন্ধ হতে পারে স্কুল-কলেজ, লোকাল ট্রেন! আধিকারিকদের খতিয়ে দেখার নির্দেশ মুখ্যমন্ত্রীর

বাংলা হান্ট ডেস্কঃ মাথাচাড়া দিয়ে উঠেছে ওমিক্রন। বিশেষজ্ঞদের মতে এটা থার্ড ওয়েভ হতে পারে। ইতিমধ্যে ভারতের বিভিন্ন রাজ্যে কর্নার এই নতুন রূপ নিয়ে সতর্কতা জারি হয়েছে। দিল্লিতে বাজার, শপিং মল, সিনেমা এবং স্কুল ফের বন্ধের মুখে। ওমিক্রন আতঙ্ক থেকে বাদ পড়েনি বাংলাও। আর এই কারণে রাজ্যে ফের কড়া বিধিনিষেধ জারির আশঙ্কা সৃষ্টি হয়েছে।

বুধবার দক্ষিণ ২৪ পরগনায় প্রশাসনিক বৈঠকে উপস্থিত হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখান থেকে তিনি স্কুল নিয়ে আরও কড়া নজরদারি চালানোর নির্দেশ দেন। মুখ্যমন্ত্রী রাজ্যের শীর্ষ আধিকারিকদের নির্দেশ দিয়ে স্কুল, কলেজের পড়ুয়াদের মধ্যে করোনা ছড়াচ্ছে কী না, সেটা দেখতে বলেন। তিনি এও বলেন যে, কোভিড হলে আবারও ছুটি দিতে হবে।

পাশাপাশি রাজ্যে আন্তর্জাতিক বিমান ওঠানামা নিয়ে কী করা যায়, সে ব্যাপারে রাজ্যের মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদীকে দেখতে বলেন মুখ্যমন্ত্রী। তিনি এও বলেন যে, কলকাতার কোথাও কন্টেইনমেন্ট জোন তৈরি করতে হলে তাই করতে হবে।

পাশাপাশি লোকাল ট্রেনেও কী বিধিনিষেধ লাগু করা যায় নাকি সেটা নিয়েও চিন্তাভাবনা করছেন মুখ্যমন্ত্রী। তবে, এখনই লোকাল ট্রেন নিয়ে বড়সড় সিদ্ধান্ত নেওয়া হচ্ছে না। গঙ্গাসাগর মেলে মিটে গেলে কিছু বিধিনিষেধের ইঙ্গিত দেন মুখ্যমন্ত্রী। তবে তা সমস্ত কিছুই হবে পরিস্থিতি বুঝে।

Avatar
Koushik Dutta

সম্পর্কিত খবর