বাংলা হান্ট ডেস্ক: আগামী জুন মাসে ওয়েস্ট ইন্ডিজ এবং আমেরিকায় সম্পন্ন হতে চলেছে ICC T20 বিশ্বকাপ ২০২৪ (ICC Men’s T20 World Cup)। এমতাবস্থায়, প্রাক্তন ক্রিকেটার এবং বিশেষজ্ঞরা ক্রমাগত ভবিষ্যদ্বাণী করছেন যে কোন খেলোয়াড়রা আসন্ন টুর্নামেন্টে ভারতীয় দলে চান্স পেতে পারেন এবং কারা বাদ পড়তে পারেন। এবার সেই তালিকায় যোগ হল ভারতের প্রাক্তন বিস্ফোরক ওপেনিং ব্যাটার বীরেন্দ্র শেহবাগের (Virender Sehwag) নামও। T20 বিশ্বকাপের জন্য তিনি ভারতীয় দলের জন্য তাঁর পছন্দের প্লেয়িং ইলেভেন বেছে নিয়েছেন। সবথেকে উল্লেখযোগ্য বিষয় হল শেহবাগ তাঁর দল থেকে তারকা অলরাউন্ডার হার্দিক পান্ডিয়াকে (Hardik Pandya) বাদ দিয়েছেন।
এদিকে, তিনি হার্দিকের জায়গায় অলরাউন্ডার শিবম দুবেকে বেছে নিয়েছেন। যিনি চেন্নাই সুপার কিংসের (CSK) হয়ে দুর্দান্ত ব্যাটিং করছেন। দুবে ৮ টি ম্যাচে ৫১.৮৩ গড়ে এবং ১৬৯.৯৫ স্ট্রাইক রেটে ৩১১ রান করেছেন। তবে, শেহবাগ ক্লাব প্রেইরি পডকাস্টে স্পষ্ট করেছেন যে হার্দিককে ভারতের ১৫ জন সদস্যের দলে অন্তর্ভুক্ত করা যাবে। উল্লেখ্য যে মুম্বাই ইন্ডিয়ান্সের অধিনায়ক হার্দিক IPL ২০২৪-এ এখনও পর্যন্ত ব্যাট এবং বলে কোনো বিশেষ ছাপ রাখতে সক্ষম হননি। তিনি ৮ ম্যাচে ২১.৫৭ গড়ে ১৫১ রান করেছেন। পাশাপাশি, ৪ টি উইকেট নিয়েছেন তিনি।
এর পাশাপাশি, শেহবাগ তাঁর পছন্দের প্লেয়িং ইলেভেন ফাস্ট বোলার সন্দীপ শর্মাকে দলে জায়গা দিয়ে সবাইকে চমকে দিয়েছেন। পেসার আর্শদীপ সিং এবং মুকেশ কুমারের চেয়ে সন্দীপকে প্রাধান্য দিয়েছেন শেহবাগ। ৩০ বছর বয়সী সন্দীপ রাজস্থান রয়্যালস (RR)-এর অংশ। সন্দীপ সম্প্রতি মুম্বাইয়ের বিরুদ্ধে ১৮ রানে ৫ উইকেট নিয়েছিলেন। চোটের কারণে চলতি মরশুমে একাধিক ম্যাচে তিনি বাইরে থাকতে হলেও তাঁর প্রত্যাবর্তন ছিল দুর্দান্ত। এদিকে, ২০১৫ সালে ভারতের হয়ে দু’টি T20 ম্যাচ খেলেছিলেন সন্দীপ।
আরও পড়ুন: ফের বড় অ্যাকশন! আর নতুন গ্রাহক যুক্ত করতে পারবে না Kotak Mahindra, কড়া নির্দেশ জারি RBI-এর
শেহবাগ প্লেয়িং ইলেভেনে উইকেটরক্ষক-ব্যাটার হিসেবে ঋষভ পন্থকে বেছে নিয়েছেন। তবে, তিনি জিতেশ শর্মা, সঞ্জু স্যামসন এবং ইশান কিষাণকে বাদ দেন। দিল্লি ক্যাপিটালসের অধিনায়ক পন্থ ইতিমধ্যেই কিছু ম্যাচে দুর্দান্ত পারফর্ম করেছেন। ২০২২ সালের ডিসেম্বরে তিনি একটি ভয়ানক গাড়ি দুর্ঘটনার সম্মুখীন হন। এদিকে, IPL-এর ১৭ তম মরশুমে পন্থ ক্রিকেটে প্রত্যাবর্তন করেছিলেন। পাশাপাশি, স্পিন বোলিংয়ের বিভাগে রবীন্দ্র জাদেজা এবং কুলদীপ যাদবকে দলে রেখেছেন শেহবাগ। উল্লেখ্য যে, ভারতীয় ক্রিকেট বোর্ড আগামী ২৮ এপ্রিলের দিকে ১৫ সদস্যের T20 বিশ্বকাপে দল ঘোষণা করবে।
আরও পড়ুন: “গিরগিটির মতো রং বদলাই না”, KKR-এর প্রসঙ্গে বড় বয়ান দিলেন পাকিস্তানি কোচ, যা বললেন….
T20 বিশ্বকাপের জন্য বীরেন্দ্র শেহবাগের প্লেয়িং ইলেভেন: রোহিত শর্মা (অধিনায়ক), যশস্বী জয়সওয়াল, বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, ঋষভ পন্থ (উইকেটরক্ষক), রিঙ্কু সিং অথবা শিবম দুবে, রবীন্দ্র জাদেজা, কুলদীপ যাদব, জসপ্রীত বুমরাহ, মহাম্মদ সিরাজ, সন্দীপ শর্মা।