শালিমার স্টেশনে শেড পরে মৃত এক আহত আরও পাঁচ।

Published On:

বাংলা হান্ট ডেস্ক: সোমবার বিকেল ৩ টে নাগাদ দক্ষিণ পূর্ব রেলের শালিমার স্টেশনে নির্মীয়মান শেড ভেঙে পড়ে মৃত্যু হল এক শ্রমিকের এবং সেই সঙ্গে গুরুতর আহত হলেন আরও পাঁচ জন। শেডটি ওভার হেড বিদ্যুতের তারের উপর ভেঙে পরে। এর ফলে বিঘ্নিত হয় রেল পরিষেবাও।রেলের তরফ থেকে জানানো হলো, শালিমার স্টেশন উন্নয়ন প্রকল্পের অংশ হিসাবে সেখানকার একটি অংশে শেড তৈরির কাজ করছিল একটি ঠিকাদার সংস্থা,তখনই শ্রমিকদের কাজ করা কালীন  হঠাৎ করেই শেডটি ভেঙে পড়ে। ছ’জন শ্রমিক শেড চাপা পড়েন।যার মধ্যে একজনের ঘটনাস্থলেই মৃত্যু ঘটে। রেল কর্মীদের একাংশের অভিযোগ, কয়েকদিনের বৃষ্টিতে ছাউনির স্তম্ভ দুর্বল হয়ে গিয়েছিল। তার জেরেই ওই ঘটনা ঘটেছে। তবে ঘটনাস্থলে পৌঁছে পুলিশ কর্মীরা দেখেন, ন্যূনতম নিরাপত্তা বিধি না মেনেই কাজ করছিলেন শ্রমিকরা। কারও মাথায় হেলমেটও ছিল না।

রেল কর্মী এবং রেল পুলিশ প্রথমে উদ্ধার কাজ শুরু করলে পরে ঘটনাস্থলে এসে পৌঁছয় হাওড়া কমিশনারেটের পুলিশ। সন্ধ্যা পর্যন্ত ছ’জন শ্রমিককে উদ্ধার করা হয়েছে ছাউনির তলা থেকে। বাকি পাঁচজন গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন। সন্ধ্যায় ঘটনাস্থলে পৌঁছয় জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর বিশেষ বাহিনী যারা ওই ভেঙে পড়া ছাউনি সরানোর কাজ শুরু করেছে এবং খতিয়ে দেখছেন  আরও কেউ আটকে রয়েছেন কি না।ঘটনার পরেই রেলের পদস্থ কর্তারা ঘটনাস্থলে পৌঁছন। তাঁদের ঘিরে ক্ষতিপূরণ দাবি করেন । তবে রেলের তরফ থেকে একটি তদন্ত কমিটি গঠন করার কথা বলা হয় যারা খতিয়ে এটাও দেখবে কেন নিরাপত্তা অবলম্বন করা হয় নি।

X