১০ বা ২০ নয়, Netflix এর সাথে পুরো ১০০ কোটি টাকার ডিল করলেন শাহিদ কাপুর

Published On:

বাংলাহান্ট ডেস্ক: ‘কবীর সিং’ এর বক্স অফিসে তুমুল সাফল‍্যের পরেই বলিউডে নতুন করে ‘কামব‍্যাক’ করেন শাহিদ কাপুর (shahid kapoor)। ওই একটি ছবি কেরিয়ারের মোড় ঘুরিয়ে দেয় তাঁর। এরপর সফলতার সিঁড়িতেই উঠতে থাকেন শাহিদ।

সম্প্রতি জানা গিয়েছে, নেটফ্লিক্সের (netflix) সঙ্গে ১০০ কোটি টাকার একটি চুক্তিতে সই করেছেন শাহিদ। সংবাদ মাধ‍্যম সূত্রে খবর, নেটফ্লিক্সের বেশ কয়েকটি প্রোজেক্টে কাজ করতে চলেছেন শাহিদ। সবকটি প্রোজেক্ট যদিও এখন চূড়ান্ত হয়নি কিন্তু ইতিমধ‍্যেই অভিনেতার সঙ্গে চুক্তিবদ্ধ হয়ে গিয়েছে নেটফ্লিক্স। এই চুক্তি অনুযায়ী, নেটফ্লিক্সের একাধিক প্রোজেক্টে কাজ করতে চলেছেন শাহিদ কাপুর।


সূত্রের খবর, একটি কল্পবিজ্ঞান ভিত্তিক প্রোজেক্টে কাজ করার কথা রয়েছে শাহিদের। ২০১৯ এ মুক্তি পায় শাহিদ কাপুর ও কিয়ারা আডবানী অভিনীত ‘কবীর সিং’। বক্স অফিসে চূড়ান্ত সাফল‍্য পেয়েছিল ছবিটি। মোট ৩৭৯ কোটি টাকা আয় করেছিল শাহিদের এই ছবি।

তবে ছবিটি নিয়ে বিতর্কও কম হয়নি। এই ছবির মাধ‍্যমে পরিচালক পুরুষত্বের দম্ভকে প্রতিষ্ঠা করতে চেয়েছেন বলে প্রতিবাদে সরব হয় নেটজনতার একাংশ। এমনকি এই রোষের মুখে পড়েন ছবির অভিনেতা অভিনেত্রী শাহিদ কাপুর ও কিয়ারা আডবানীও। তবে কোনো কিছুই ছবিটির সাফল‍্যের পথে বাধা হয়ে দাঁড়াতে পারেনি।

কবীর সিং ছাড়াও ‘কামিনে’, ‘হায়দার’ এর মতো বেশ কয়েকটি হিট ছবি উপহার দিয়েছেন শাহিদ। বর্ষীয়ান অভিনেতা পঙ্কজ কাপুর ও নীলিমা আজিমের পুত্র তিনি। ২০১৫ তে মীরা রাজপুতের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন শাহিদ। এরপর তাঁদের পরিবারে আসে দুই ছেলে মেয়ে মিশা ও জৈন।

করোনা পরিস্থিতিতে দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে সিনেমাহলগুলি। এই অবস্থায় বেশ কয়েকটি ছবি নেটফ্লিক্স, প্রাইম ভিডিওর মতো OTT প্ল‍্যাটফর্মে মুক্তি পেয়েছে। আরও বেশ কিছু ছবি মুক্তির অপেক্ষাতেও রয়েছে।

অবশ‍্য করোনা শুরু হওয়ার আগে থেকেই বেশ কিছু তারকা OTT প্ল‍্যাটফর্মের দিকে ঝুঁকেছিলেন। তাদের মধ‍্যে রয়েছেন সইফ আলি খান, নওয়াজউদ্দিন সিদ্দিকি, রাধিকা আপ্টে। নেটফ্লিক্স অরিজিনালসের বেশ কয়েকটি সিরিজে অভিনয় করেছেন তাঁরা।

সম্পর্কিত খবর

X