বাংলাহান্ট ডেস্কঃ বিজেপিতে (bjp) এখন চলছে Whatsapp বিদ্রোহ। একের পর এক বিজেপি নেতা, বিধায়করা দলীয় Whatsapp গ্রুপ ছেড়ে দিয়ে গেরুয়া শিবিরের চিন্তা বাড়াচ্ছেন। এবার দলের Whatsapp গ্রুপ ছাড়লেন বিজেপি যুব মোর্চার রাজ্য সহ সভাপতি শঙ্কুদেব পণ্ডা (Shankudeb Panda)। যা নিয়ে ফের জলঘোলা হতে শুরু করেছে।
তবে এই বিষয়কে বিশেষ একটা গুরুত্ব দিতে নারাজ যুব মোর্চার সদ্য দায়িত্বপ্রাপ্ত ইন্দ্রনীল খাঁ। তাঁর কথায়, রাজ্যে যেভাবে করোনা সংক্রমণ উত্তরোত্তর বাড়ছে, এই পরিস্থিতিতে Whatsapp গ্রুপ দেখার সময় হয়নি। এখন মানুষকে পরিষেবা দেওয়াটাই প্রথম কর্তব্য।
এই বিষয়ে নিয়ে আবার রাজ্য বিজেপি নেতা শমীক ভট্টাচার্য মন্তব্য করেন, করোনা পরিস্থিতিতে এটা খুব একটা বড় খবর নয়। তবে কেউ দল ছাড়লে, সেটা বড় ব্যাপার হত। এটা কোনও রাজনৈতিক খবর হতে পারে না, বলেই তাঁর ব্যক্তিগত মত।
জলঘোলা শুরু হতেই শঙ্কুদেব পণ্ডা বলেন, ‘যুব মোর্চার একটা নিয়ম রয়েছে, ৩৫ বছরের বেশি কাউকেই এখানে রাখা যাবে না। খুব শীঘ্রই নতুন কমিটি গঠন হতে চলেছে। আর এইজন্যই গ্রুপ ছেড়েছি। দলের তরফ থেকে আমাকে যেখানে দায়িত্ব দেবে, সেখানেই কাজ করব। এখানে জল্পনার কোনও জায়গাই নেই। যাদের ৩৫ বছরের বেশি বয়স হয়েছে, তাঁদের নিজে থেকেই জায়গা ছেড়ে দেওয়া উচিৎ’।
অন্যদিকে এই বিষয় নিয়ে বিজেপিকে আক্রমণ করতে বাদ থাকলেন না তৃণমূল সাংসদ সৌগত রায়। তাঁর কথায়, রক্তক্ষরণ শুরু হয়েছে বিজেপির মধ্যে, আর এটা চলতেও থাকবে। কোনও বিশ্বাস নেই পরস্পরের মধ্যে। তৃণমূল যদি একবার দরজা খুলে দেয়, তাহলে কিন্তু বিজেপি ফাঁকা হয়ে যাবে।