ক‍্যামেরার সামনেই জাপটে ধরে চুম্বন, ইদ পার্টিতে সলমনের সঙ্গে খোলামেলা ঘনিষ্ঠতা শেহনাজের

বাংলাহান্ট ডেস্ক: কানাঘুঁষো চলছিল অনেকদিন ধরেই। সলমন খান (Salman Khan) ও শেহনাজ গিলের (Shehnaz Gill) ঘনিষ্ঠতা নাকি বাড়ছে। ‘বিগ বস’ এর ঘর থেকেই দুজনের পরিচয় ও বন্ধুত্ব। কিন্তু সে সময়ে সিদ্ধার্থ শুক্লার প্রেমে হাবুডুবু খাচ্ছিলেন শেহনাজ। কিন্তু গত বছরের সেপ্টেম্বরেই আচমকা প্রয়াত হন সিদ্ধার্থ।

একা হয়ে পড়া শেহনাজকে স্পষ্টতই আগলে রেখেছিলেন সলমন। পরবর্তীকালে বিগ বসের ফিনালে পর্বে এসে সিদ্ধার্থকে স্মরণ করে একে অপরের গলা জড়িয়ে ধরে কেঁদে ফেলেছিলেন সলমন শেহনাজ। তবে নেটিজেনদের মনে সন্দেহ দানা বাঁধতে শুরু করে এরপরের একটি ঘটনায়।

bigg boss 13 shehnaz gill hits sidharth shukla 2020 01 23
বাবা সিদ্দিকীর ইফতার পার্টিতে দুজনের ঘনিষ্ঠতা নজর কেড়েছিল সব্বার। শেহনাজকে একা ছাড়ছিলেনই না ভাইজান। যদিও অভিনেত্রী দাবি করেছিলেন, তিনি সলমন স‍্যারের বেশি কাছের নন। কিন্তু ওই যে কথাতেই আছে, যা রটে তার কিছু তো ঘটে। সলমনের ছবি ‘কভি ইদ কভি দিওয়ালি’তে শেহনাজের অভিষেক করার খবর কার্যত ঝড়ের মতোই ছড়িয়ে পড়েছিল।

তবে সম্প্রতি কয়েকটি ভিডিও জল্পনার আগুনে ঘি দেওয়ার কাজ করেছে। অভিনেতার বোন ও ভগ্নীপতি অর্পিতা খান এবং আয়ুষ শর্মা একটি জমকালো ইদ পার্টির আয়োজন করেছিলেন মঙ্গলবার রাতে। এসেছিলেন দীপিকা, রণবীর, কঙ্গনা সহ বলিউডের প্রথম সারির তারকারা।

salman khan10
তাঁদের মধ‍্যেই আলাদা করে নজর কাড়লেন শেহনাজ গিল। সলমনের সঙ্গে রঙ মিলিয়ে কালো সালোয়ার কামিজ পরেছিলেন তিনি। পার্টিতে বেশিরভাগ সময়টাই ভাইজানের পাশে পাশে দেখা গেল তাঁকে। শুধু তাই নয়। সলমনের সঙ্গেই ক‍্যামেরার সামনে পোজ দেন শেহনাজ।

https://www.instagram.com/reel/CdHAFpbh4tz/?igshid=YmMyMTA2M2Y=

তারপর অভিনেতাকে জড়িয়ে ধরে চুম্বন করেন গালে। পাপারাৎজির ভিড়ের মাঝে সলমনের হাত ধরে তিনি আবদার করেন, তাঁকে গাড়ি পর্যন্ত পৌঁছে দিতে। পুরো সময়টাই হাসি উপচে পড়ছিল ভাইজানের মুখে। দুজনের মিষ্টি ভিডিও নেটদুনিয়ায় ছড়িয়ে পড়তে বেশি সময় লাগেনি।

https://www.instagram.com/reel/CdHJFb1Ksdk/?igshid=YmMyMTA2M2Y=

‘সলনাজ’কে দেখে উচ্ছ্বসিত নেটনাগরিকরা। অনেকের মতে, শুধুমাত্র শেহনাজের সঙ্গে থাকলেই এমন শান্ত, মিষ্টি আচরণ করেন সলমন। দুজনকে একসঙ্গে খুব ভাল মানিয়েছে বলেও মন্তব‍্য করেছেন অনুরাগীরা। সিদ্ধার্থের মৃত‍্যুর পর শেহনাজকে আবার হাসিখুশি দেখেই চোখে জল ‘সিডনাজ’ ভক্তদের।

Niranjana Nag

সম্পর্কিত খবর