‘পদত্যাগ করেননি, এখনও মা বাংলাদেশের প্রধানমন্ত্রী’! বোমা ফাটালেন হাসিনা-পুত্র জয়

বাংলা হান্ট ডেস্কঃ সোমবার বাংলাদেশের প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেছেন শেখ হাসিনা। এরপর দেখতে দেখতে কেটে গিয়েছে ৫ দিন। ইতিমধ্যেই সেদেশের অন্তর্বর্তী সরকার শপথও নিয়েছে। এর মাঝেই বিস্ফোরক দাবি করে বসলেন হাসিনা (Sheikh Hasina) পুত্র জয়। জানালেন, দেশ ছাড়ার আগে পদত্যাগ করেননি তাঁর মা। সাংবিধানিকভাবে এখনও ওপার বাংলার প্রধানমন্ত্রী মুজিব-কন্যা।

বাংলাদেশে ফিরবেন হাসিনা (Sheikh Hasina), জানিয়ে দিলেন পুত্র জয়!

মুজিব-কন্যা দেশ ছাড়ার পর থেকে তাঁর পরবর্তী পদক্ষেপ নিয়ে বিস্তর জলঘোলা হয়েছে। কখনও শোনা গিয়েছে, তিনি লন্ডন পাড়ি দেবেন, কখনও আবার জানা গিয়েছে, ব্রিটিশ সরকার তাঁকে সবুজ সংকেত দেয়নি। এই আবহে একাধিক সংবাদমাধ্যমের কাছে মুখ খুলেছেন হাসিনা পুত্র জয়। এবার তিনি জানালেন, ফের বাংলাদেশে ফিরবেন তাঁর মা।

   

শনিবার এক সংবাদসংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে জয় (Sajeeb Wazed Joy) বলেন, ‘আনুষ্ঠানিকভাবে আমার মা কখনও পদত্যাগ করেননি। তিনি সেই সময়ই পাননি। জাতির উদ্দেশে ভাষণ দিয়ে ইস্তফাপত্র জমা দেওয়ার পরিকল্পনা করেছিলেন মা। তবে ততক্ষণে আন্দোলনকারীদের মিছিল প্রধানমন্ত্রীর বাসভবনের দিকে আসতে শুরু করেছে। বেশি সময় ছিল না। আমার মা নিজের ব্যাগটুকুও গোছাতে পারেননি। ফলে সংবিধান অনুসারে তিনি এখনও বাংলাদেশের প্রধানমন্ত্রী’।

আরও পড়ুনঃ বুদ্ধবাবুই অনুপ্রেরণা! না ফেরার দেশে প্রাক্তন মুখ্যমন্ত্রী, এবার বিরাট ঘোষণা করলেন ঋতুপর্ণা

এদিকে হাসিনার পদত্যাগের পর ৮ আগস্ট নোবেলজয়ী মহম্মদ ইউনুসের নেতৃত্বে ওপার বাংলায় (Bangladesh) অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে। এই সরকারের অধীনেই সাধারণ নির্বাচন হবে বলে খবর। তখনই বাংলাদেশে ফিরবেন হাসিনা, আপাতত এমনটাই জানিয়েছেন ছেলে জয়।

এই মুহূর্তে ওয়াশিংটনে রয়েছেন হাসিনা-পুত্র (Sheikh Hasina)। তিনি জানান, ‘আমাদের দল এবং কর্মীরা বর্তমানে সংকটে রয়েছেন। তাঁদের হিংসার হাত থেকে বাঁচানোর জন্য যা যা করতে হবে, আমি করব। রাজনীতিতে নামার দরকার পড়লেও আমি পিছপা হব না। আমি আমেরিকাতেই পাকাপাকিভাবে থাকতে চেয়েছিলাম, তবে বাংলাদেশের এখনকার অবস্থা আমায় ভাবাচ্ছে’।

Sheikh Hasina son Sajeeb Wazed Joy on her return to Bangladesh politics

জয় আরও বলেন, ‘দেখে মনে হচ্ছে, দেশের নেতৃত্বে শূন্যস্থান তৈরি হয়েছে। দলের স্বার্থে সক্রিয় রাজনীতির সঙ্গে জুড়তে আমি একেবারে প্রস্তুত। বাংলাদেশের জনগণ এবং দলকে বাঁচাতে হবে। আমি সামনে এগিয়ে যাব’।

Sneha Paul
Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

সম্পর্কিত খবর