হুড়মুড়িয়ে ভেঙে পড়ল সিমলার শিবমন্দির! মুহূর্তেই মৃত্যু ৯ জনের, বহুজন আটকে ধ্বংসস্তূপের নীচে

Published On:

বাংলাহান্ট ডেস্ক : ভারী বৃষ্টিতে সিমলায় (Shimla) ধসে গেল মন্দির। সেই মন্দির ধসে যাওয়ার ঘটনায় এখন পর্যন্ত নয় জনের মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে। সিমলার সামার হিলে মর্মান্তিক এই দুর্ঘটনা ঘটেছে সোমবার সকালে। সূত্রের খবর, ভারী বৃষ্টিতে মন্দিরে একাংশ ভেঙে যায়। সেই সময় অনেক পুণ্যার্থী উপস্থিত ছিলেন মন্দিরের ভিতরে।

এখনও পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী, নয় জনের মৃতদেহ উদ্ধার সম্ভব হয়েছে। তবে আশঙ্কা করা হচ্ছে ধসে যাওয়া মন্দিরে নিচে আরো অনেকে আটকে রয়েছে। সিমলায় গত ৪৮ ঘন্টা ধরে একনাগাড়ে ভারী বৃষ্টিপাত হচ্ছে। একাধিক জায়গা থেকে ধসের খবর আসছে। স্থানীয় সংবাদ মাধ্যম সূত্রে খবর, ওই দুর্ঘটনা ঘটার সময় মন্দিরে উপস্থিত ছিলেন অন্তত ৫০ জন পুণ্যার্থী।

1691991770 tempel inside
পুরনো ছবি

 

হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রী এরপর টুইট করে জানান, “এখনো পর্যন্ত উদ্ধার হয়েছে নয় জনের মৃতদেহ। তবে আশঙ্কা করা হচ্ছে আরো অনেকে চাপা পড়ে আছেন ধ্বংসস্তূপের নিচে। উদ্ধার কাজ চলছে।” সেই সাথে আসছে দুর্ঘটনায় মৃত্যুর খবর। হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিংহ সুখুর দফতর থেকে মৃত্যু সংবাদ আসে।

সোমবার সকালে জানা যায়, হিমাচল প্রদেশের সোলানে মেঘ ভাঙ্গা বৃষ্টিতে মৃত্যু হয়েছে সাত জনের। সোলানের জাডোন গ্রামে এই দুর্ঘটনা ঘটে রবিবার রাতে। এরপর শুরু হয় উদ্ধার কাজ। ছয় জনকে প্রাণে বাঁচানো গেলেও, নিহত হয়েছেন সাতজন। এরপরই ভারী বৃষ্টিতে মন্দির ধ্বসে যাওয়ার ঘটনা ঘটল সিমলায়। সব মিলিয়ে গত কয়েক দিনে মৃতের সংখ্যা হিমাচলে গিয়ে দাঁড়াল একুশে।

ভারী বৃষ্টির কারণে সমগ্র হিমাচল প্রদেশ জুড়েই নেমেছে ধস। ভারী বৃষ্টির ফলে স্কুল-কলেজ ১৪ আগস্ট পর্যন্ত বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন। এছাড়াও অতি বৃষ্টির কারণে সেখানে আটকে পড়েছেন বহু পর্যটকও। হাওয়া অফিস জানাচ্ছে, হিমাচলে ভারী বৃষ্টিপাত চলতে পারে আগামী ১৭ই আগস্ট পর্যন্ত। তবে পরিস্থিতি পুরোপুরি ঠিক হতে ১৯ আগস্ট লেগে যেতে পারে।

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর

X