বীর সাভারকরকে যারা মানেনা, তাঁদের সবার সামনে ফেলে মারধর করা উচিতঃ শিবসেনা প্রধান

Published On:

বাংলা হান্ট ডেস্কঃ শিবসেনা প্রধান উদ্ভব ঠাকরে নিজের বয়ান নিয়ে সবসময় চর্চায় বিষয় হয়ে থাকেন। এইবার তিনি বীর সাভারকরকে নিয়ে এমন এক বয়ান দিয়েছেন যার ফলে হাঙ্গামা আরও বেড়ে গেছে। উনি বলেন, যারা বীর সাভারকারকে মানে না, তাঁদের সার্বজনিক ভাবে মারধর করা উচিত, উনি স্বাধীনতা সংগ্রামে বীর সাভারকারের সংঘর্ষ আর মহত্বের ব্যাপারে জানেনা। এমনকি রাহুল গান্ধীও অতীতে সাভারকরের অপমান করেছিলেন।

প্রসঙ্গত, এই মামলা দিল্লী বিশ্ববিদ্যালয়ের নর্থ ক্যাম্পাসে বীর সাভারকারের মূর্তি সম্বন্ধিত। এনএসইউআই এর বিক্ষোভের পর যখন শিবসেনা প্রধান উদ্ভব ঠাকরেকে নিয়ে এই মামলায় প্রশ্ন করা হলে, উনি এই ব্যাপারে নিজের মতন করে জবাব দেন।

উল্লেখ্য, কংগ্রেসের ছাত্র সংগঠন, অর্থাৎ ন্যাশনাল স্টুডেন্ট ইউনিয়ন অফ ইন্ডিয়া (NSUI) মাঝরাতে সাওয়ারকারের প্রতিমাকে জুতোর হার পরিয়ে ও মুখে কালি লাগিয়ে অপমান করে। মঙ্গলবার (২০আগস্ট,২০১৯), অখিল ভারতী বিদ্যার্থী পরিষদ দিল্লী বিশ্ববিদ্যালয়ের নাথ ক্যাম্পাসে আর্টস ফ্যাকাল্টি গেটের বাইরে সাভারকারের প্রতিমা স্থাপন করা হয়েছিল। দিল্লী ইউনিভার্সিটি ছাত্র সংঘের অধ্যক্ষ  এবং এবিভিপি নেতা শক্তি সিং এই প্রতিমাকে স্থাপন করিয়েছিল। সোশ্যাল মিডিয়াতে টুইট করা ভিডিও অনুযায়ী, সাভারকারের প্রতিমাকে এনএসইউআই দিল্লির, প্রদেশ অধ্যক্ষ, অক্ষয় জুতোর মালা পরায়। বলা হচ্ছে যে অক্ষয় সমর্থকদের সাথে মিলে প্রতিমার মুখে কালি লাগিয়ে দেয় এবং সেই সময় নাকি এনএসইউআই এর ছাত্রদের সুরক্ষাকর্মীর সাথে দ্বন্দ হয়।

প্রতিমার স্থাপন করার সময় শক্তি সিং বলেছিলেন যে প্রতিমাটি স্থাপন করার আগে তিনি দিল্লী বিশ্ববিদ্যালয় প্রশাসনকে পত্র লিখে অনুমতি চেয়েছিলেন কিন্তু তাদের পক্ষ দিয়ে কোনো উত্তর আসেনি। উনি অভিযোগ করেছিলেন যে দিল্লী বিশ্ববিদ্যালয় প্রশাসন ছাত্র সংঘ তার কথাকে গম্ভীরভাবে নিচ্ছিলো না। তাই ছাত্র সংঘ নিজেরাই মূর্তি স্থাপন করার সিদ্ধান্ত নেয়। শক্তি সিং বলেন যে মূর্তির স্থাপনা এই জন্য করা হয়েছিল যাতে যুবকরা বীর সাভারকারের থেকে প্রেরণা নিতে পারে।

X