পাকিস্তানে লকডাউন মানছে না দেখে অবাক নেটিজেনরা , সাইকেল নিয়ে বেরিয়ে পড়লেন শোয়েব আখতার

ইসলামাবাদে জনশূন্য রাস্তায় একা একা সাইকেল চালাচ্ছেন শোয়েব আখতার। মুখে কোন মাস্ক নেই শোয়েবের। আর এই ভিডিও প্রকাশ্যে আসতেই সমালোচনার মুখে পড়েছে তিনি। চিনের উহানে শুরু হওয়া এক ভাইরাস এখন কব্জা করেছে গোটা বিশ্বকে।

প্রথমে চিন, তারপর একে একে ইতালি, ইরান, স্পেন, আমেরিকাতে নিজের আধিপত‍্য বিস্তার করেছে এই মারণ ভাইরাস। সেখানে এখন চলছে মৃত‍্যু মিছিল। মানুষ আটকা পড়েছে ঘরের মধ‍্যে।পাকিস্তানের রাজধানী জন্ শূন্য এলাকার মধ্যে এভাবেই ঘুরে বেড়ানো কেউ ভালো চোখে নেয়নি। কারণে মুখে মাস্ক নেই। ভেঙেছেন লক ডাউন এর নিয়ম।

osu

এমনকি তিনি বলছেন, “আমার শহরে সাইকেল চালাচ্ছি… দারুন আবহাওয়া। ফাঁকা রাস্তা, আর এটাই সেরা শরীরচর্চা।”প্রায় সব দেশ এখন করোনা আতঙ্কে দিন কাটাচ্ছে। দিন থেকে রাত আর রাত থেকে দিন যে কখন চলে যাচ্ছে টা বোঝার উপায় নেই। কারণ বিপদ থেকে বাঁচতে এখন সবাই গৃহ বন্দী।

আর চীনের উহানে পরে। চীন থেকে ছড়িয়ে পড়া করোনা ভাইরাস ইতিমধ্যে মৃত্যু দূত হয়ে এসে পৌঁছেছে পৃথিবীতে। প্রায় সব দেশ এখন করোনা আতঙ্কে দিন কাটাচ্ছে। দিন থেকে রাত আর রাত থেকে দিন যে কখন চলে যাচ্ছে টা বোঝার উপায় নেই। কারণ বিপদ থেকে বাঁচতে এখন সবাই গৃহ বন্দী। আর তার মধ্যেই তিনি সাইকেল নিয়ে অবাধে ঘুরছেন।


সম্পর্কিত খবর