প্রেম ভাঙছে শ্রুতি-স্বর্ণেন্দুর! ইন্ডাস্ট্রির ‘কাছের বন্ধু’কে তুলোধনা করলেন অভিনেত্রী

বাংলাহান্ট ডেস্ক: একের পর এক বিচ্ছেদের গুঞ্জনে কান পাতা দায় নেটপাড়ায়। সদ‍্য সেই তালিকায় যোগ হল দুটি নাম, শ্রুতি দাস (shruti das) ও স্বর্ণেন্দু সমাদ্দার (swarnendu samaddar)। হ‍্যাঁ, টেলিপাড়ার যে জুটি এতদিন ধরে নিন্দুকদের মুখে ঝামা ঘষে দিয়ে খুল্লমখুল্লা প্রেম করে এসেছেন, তাঁদেরই নাকি সম্পর্ক ভাঙছে! টেলিপাড়ায় ছড়িয়ে পড়েছে এমনি কানাঘুঁষো।

সত‍্যিটা কী? গুঞ্জন যে শ্রুতির কানেও গিয়েছে তা বোঝা গেল তাঁর সোশ‍্যাল মিডিয়া পোস্টেই। জল বেশি গড়ানোর আগেই হাল ধরলেন অভিনেত্রী। কারোর নাম না করেই নরমে গরমে একটি বার্তা দিয়েছেন তিনি। কী লিখলেন শ্রুতি?

IMG 20220121 151518 1
ইন্ডাস্ট্রির সেই অনামা রটনাকারীর উদ্দেশে শ্রুতির বার্তা, ‘আমায় একদিন তুই-ই বলেছিলিস ইন্ডাস্ট্রিতে কেউ কারওর বন্ধু হয়না শ্রুতি, সবাই কে এত বিশ্বাস করে ভালোবাসিস না, ঠকবি! আমি বলেছিলাম-তুই তো ওরকম না,ব্যাস। আজ আমিই ঠকলাম তোকে ভালোবেসে। সুখী হ এটাই চাই। স্বর্ণেন্দুর সাথে আমার ব্রেকাপ হয়নি, হবেওনা। (খামোকা আমাদের ব্রেকাপ হয়েছে এই নিয়ে মেসেজ করছেন যারা করবেন না) ভালোবাসা নিয়ে কিছু লেখা মানে প্রেমিক প্রেমিকার ভালোবাসা নয়। ধন্যবাদ।’

পরের পোস্টে স্বর্ণেন্দুর সঙ্গে ‘হাতে গরম’ ছবি দিয়ে শ্রুতি স্পষ্ট করেছেন, আগের কটাক্ষটা ইন্ডাস্ট্রিরই একজনকে উদ্দেশ‍্য করে ছিল। তাঁকে নিজের ‘কাছের বন্ধু’ বলেও উল্লেখ করেছেন অভিনেত্রী। কিন্তু কে এই বন্ধু যে কিনা তাঁদের বিচ্ছেদের ভুয়ো খবর রটাল? বিষয়টা ব‍্যক্তিগত বলেই এড়িয়ে গিয়েছেন শ্রুতি।

https://www.instagram.com/p/CZMLOnAP97o/?utm_medium=copy_link

 

কিছুদিন আগেই সরাসরি সমালোচকদের উদ্দেশে বার্তা দিয়ে একটি ভিডিও শেয়ার করেছিলেন শ্রুতি। স্বর্ণেন্দুর সঙ্গে তাঁর বয়সের পার্থক‍্য নিয়ে কম কথা শুনতে হয়নি তাঁকে। বরাবরই প্রতিবাদ করেছেন শ্রুতি। সম্প্রতি প্রেমিকের সঙ্গে একটি মিষ্টি ভিডিও শেয়ার করে জবাব দিয়েছিলেন তিনি।

ক‍্যাপশনে শ্রুতি লিখেছেন, ‘বয়স শুধুই একটা সংখ‍্যা মাত্র। আমি একজন সঙ্গীকে পেয়ে গর্বিত যার বয়স ৪০ এর কাছাকাছি। ও মাঝে মাঝেই আমার প্রিয় বন্ধু, আমার শিক্ষক, আমার গাইড, আমার প্রেমিক, স্বামী এবং আমার সন্তানও হয়ে ওঠে। আমি ওর ভালবাসা পেতে ভালবাসি। আর সমস্ত সমালোচনা, কটু মন্তব‍্য, মৃত‍্যু কামনার বিরুদ্ধে গিয়ে ওকে ভালবাসি। স্বর্ণেন্দু, মনে রেখো আমি তোমাকে ভালবাসি।’

Niranjana Nag

সম্পর্কিত খবর