বাংলা হান্ট ডেস্কঃ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পর এবার কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানিকেও স্কুটি চালাতে দেখা গেল। আজ বিজেপির পরিবর্তন যাত্রায় যোগ দিয়ে স্কুটি চালান কেন্দ্রীয় মন্ত্রী। গরিয়া স্টেশন থেকে শুরু হওয়া বিজেপির পরিবর্তন যাত্রায় অংশ নেন স্মৃতি ইরানি। এরপর তিনি গঙ্গাজোয়ার এলাকায় একটি ছোট সভায় ভাষণও দেন। সেখানে থেকে তিনি স্কুটি নিয়ে প্রতাপগঞ্জের দিকে রওনা দেন।
#WATCH West Bengal: Union Minister Smriti Irani rides a scooty during a roadshow of BJP, in Panchpota. pic.twitter.com/KV1XGH5QnE
— ANI (@ANI) February 26, 2021
বলে রাখি, মে-এপ্রিল মাসে রাজ্যে নির্বাচন হতে চলেছে। এবারের নির্বাচন প্রধানত দ্বিমুখী লড়াই হতে চলেছে। শাসক দল বিজেপির ঘাড়ে নিঃশ্বাস ফেলছে বিজেপি। আজ রাজ্যের নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হবে। সম্ভবত আজই তৃণমূলের প্রার্থী তালিকাও প্রকাশ পাবে। নির্বাচনের ঘোষণার আগে মুখ্যমন্ত্রীর সরকারি আবাসে মহাযজ্ঞ করছেন তৃণমূলের যুব সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়।
আরেকদিকে আজ বিজেপির পরিবর্তন যাত্রায় যোগ দিয়ে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করে স্মৃতি ইরানি বলেন, মুখ্যমন্ত্রী দেশের প্রধানমন্ত্রীকে নিয়ে যেসব ভাষার প্রয়োগ করেন, সেসব ভাষা এখনও পর্যন্ত কোনও মুখ্যমন্ত্রী দেশের প্রধানমন্ত্রীকে নিয়ে করেন নি। স্মৃতি ইরানি বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আরও কোনও সৌজন্যের রাজনীতির আশা করা যায় না।
বলে রাখি, গতকাল দেশজুড়ে পেট্রো পণ্যের দাম বৃদ্ধির প্রতিবাদে ইলেকট্রিক স্কুটি করে অফিস গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে কেন্দ্র সরকারকে একের পর এক আক্রমণও করেন। তিনি নরেন্দ্র মোদীকে আক্রমণ করে বলেন, কোনদিনও না দেশের নাম পাল্টে দেন উনি। এছাড়াও তিনি গ্যাসের দাম নিয়ে কেন্দ্র সরকারকে কড়া হুঁশিয়ারি দেন। মুখ্যমন্ত্রী বলেন, গ্যাসের দাম কমিয়ে ৪০০ টাকা না করলে বৃহত্তর আন্দোলনে নামবেন তিনি।