বাংলাহান্ট ডেস্ক : দক্ষিণবঙ্গে এখনো জাঁকিয়ে শীত পড়েনি। তবে এরই মধ্যে মরশুমের প্রথম তুষারপাত হল সান্দাকফুতে (Sandakphu)। ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় সেই ছবি ছড়িয়ে পড়েছে আগুনের বেগে। অনেকেই বরফে ঘেরা পাহাড়ের দৃশ্য দেখে মোহিত হচ্ছেন। তবে সব থেকে বেশি আনন্দে রয়েছেন পাহাড়ে থাকা পর্যটকেরা।
বরফের চাদরে ঢাকল সান্দাকফু (Sandakphu)
মরশুমের প্রথম তুষারপাত (Snowfall) পেয়ে স্বাভাবিকভাবে উচ্ছ্বসিত সেখানকার পাহাড় প্রেমীরা। মাসের প্রথম থেকেই দার্জিলিং ও তার সংলগ্ন এলাকাগুলিতে তাপমাত্রার পারদ নিম্নমুখী। তার সাথে পাল্লা দিয়ে তাপমাত্রা কমছে উত্তরবঙ্গের বিভিন্ন জায়গার। এই আবহে তাপমাত্রার পারদ অনেকটাই পতন হল সান্দাকফুতে (Sandakphu)।
বিকেল গড়াতেই শুরু হল তুষারপাত। সাদা বরফের চাদরে ঢেকে গেল সান্দাকফু-ফালুট-সহ বিস্তীর্ণ এলাকা। এমনকি তুষারপাত শুরু হয়েছে আমাদের প্রতিবেশী রাজ্য সিকিমেও। আবহাওয়া দপ্তর জানাচ্ছে, আগামী দিনে আরও বেশ কিছুটা পতন হবে তাপমাত্রার পারদের (Temparature Fall)। পাহাড়ের বিভিন্ন জায়গায় তুষারপাতের সম্ভাবনাও রয়েছে বলে জানিয়েছে হাওয়া অফিস।
আরোও পড়ুন : বয়সের ফারাক ১৪ বছর! বিয়ের পরেই ইন্ডাস্ট্রিতে একঘরে অপরাজিতা, কী কাজ করতেন অভিনেত্রীর স্বামী?
কিছুদিন আগেই আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছিল, খুব শীঘ্রই মরশুমের প্রথম তুষারপাত পেতে চলেছে দার্জিলিং। সেই সম্ভাবনা সত্যি করে অবশেষে সাদা বরফের চাদরে মুড়ে গেল পাহাড়। পর্যটকদের মধ্যেও তুষারপাত নিয়ে উন্মাদনা ছিল চোখের পড়ার মতো। কেউ বরফ নিয়ে খেলছেন, আবার কেউ ব্যস্ত ছবি তুলতে। সোশ্যাল মিডিয়ায় সেই দৃশ্যের বিভিন্ন ছবি ভাইরাল হয়েছে।
পাহাড় প্রেমীরা অপেক্ষা করে থাকেন মরশুমের প্রথম তুষারপাতের জন্য। তাই এই সময়টাতে অনেকেই পাড়ি জমান উত্তরে। পাহাড় প্রেমীদের এবার বেশি দিন অপেক্ষা করতে হল না। নভেম্বর মাসের তৃতীয় সপ্তাহে শুরু হল তুষারপাত। হোটেল মালিকরা জানাচ্ছেন, আগামী মাসেও বহু পর্যটক আসতে চলেছেন বরফ ঘেরা দার্জিলিংয়ের শ্বেত শুভ্র সৌন্দর্য উপভোগ করতে।