সমকামীদের নিয়ে অপমানজনক মন্তব‍্য, বিজেপি বিধায়ককে ‘অশিক্ষিত’ বলে কটাক্ষ সোনমের

Published On:

বাংলাহান্ট ডেস্ক: বরাবরই অন‍্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছেন সোনম কাপুর (sonam kapoor)। তাঁর কাছে যেটা ভুল মনে হয়েছে বা যেটা তাঁর বিরক্তি উদ্রেক করেছে, সোশ‍্যাল মিডিয়ায় সেটা নিয়েই ক্ষোভ উগরে দিয়েছেন তিনি। এর জন‍্য অবশ‍্য একাধিক বার ট্রোলও হয়েছেন সোনম। কিন্তু দমার পাত্রী নন তিনি। এবার অভিনেত্রীর নিশানায় এক বিজেপি বিধায়ক।

বিজেপি বিধায়ক সুধীর মুঙ্গন্তিয়ার বিরুদ্ধে সমকামীদের অপমানের অভিযোগ এনেছেন সোনম। অভিযোগ উঠেছে, মহারাষ্ট্র পাবলিক ইউনিভার্সিটি আইনের অন্তর্গত সংশোধনী বিল পাশের বিষয়ে বক্তব‍্য রাখতে গিয়ে সমকামীদের বিষয়ে অপমানজনক মন্তব‍্য করেন বিধায়ক।


উল্লেখ‍্য, এলজিবিটিকিউ প্লাস গোষ্ঠীর অন্তর্ভুক্ত মানুষদের বিশ্ববিদ‍্যালয়ের বোর্ডে অন্তর্ভুক্ত করার জন‍্য পাশ হচ্ছে এই বিশেষ বিল। সে বিষয়ে বক্তব‍্য রাখতে গিয়ে সুধীর প্রশ্ন করেন, এবার সমকামীদেরও বোর্ডের সদস‍্য হিসাবে অন্তর্ভুক্ত করা হবে? এর জন‍্য জয়েন্ট মেডিক‍্যাল কমিটি গঠন করা উচিত বলেও মন্তব‍্য করেন বিধায়ক।

তাঁর ভিডিও সোশ‍্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই নিন্দার ঝড় ওঠে। কোনো রকম রাখঢাক না করেই বিজেপির বিরুদ্ধে সুর চড়ান সোনম। নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে ভাইরাল ভিডিওর একটি অংশ শেয়ার করে তীব্র কটাক্ষ করে তিনি লেখেন, ‘অজ্ঞ, অশিক্ষিত এবং ঘৃণ‍্য’।


উল্লেখ‍্য, এর আগে নিজেও সমকামী চরিত্রে অভিনয় করেছেন সোনম। ‘এক লড়কি কো দেখা তো অ্যায়সা লগা’ ছবিতে সমকামীর চরিত্রে দেখা গিয়েছিল তাঁকে। কিন্তু বক্স অফিসে একেবারেই ভাল ব‍্যবসা করতে পারেনি ছবিটি। সোনমের অন‍্য একটি ছবি ‘দ‍্য জোয়া ফ‍্যাক্টর’ও মুখ থুবড়ে পড়েছিল। শেষবার ‘এ কে ভার্সেস এ কে’ ছবিতে দেখা গিয়েছিল সোনমকে। তবে সেখানে ক‍্যামিও চরিত্র করেছিলেন তিনি।

X