বাংলাহান্ট ডেস্ক: আর দু সপ্তাহ পরেই মহালয়া (Mahalaya)। সমস্ত চ্যানেলের বিশেষ অনুষ্ঠানের শুটিং শেষ। শুধু সেই বিশেষ দিনের অপেক্ষা। এ বছর প্রথম সারির চ্যানেল স্টার জলসায় মহিষাসুরমর্দিনীর রূপে দেখা মিলবে অভিনেত্রী সোনামণি সাহার (Sonamoni Saha)। এই প্রথম মহালয়ার অনুষ্ঠানে দূর্গা রূপে দেখা যাবে তাঁকে। পর্দার ‘মোহর’কে সিংহবাহিনী রূপে দেখার জন্য ২৫ সেপ্টেম্বরের অপেক্ষায় রয়েছেন দর্শকরা।
সোনামণি নিজেও উচ্ছ্বসিত। স্টার জলসার অফিশিয়াল সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে তাঁর একটি ভিডিও বার্তা শেয়ার করা হয়েছে। সেখানে সোনামণিকে বলতে শোনা গিয়েছে, এটা তাঁর ছোটবেলার স্বপ্ন। অবশেষে পূরণ হতে চলেছে। এর আগে মা দূর্গার কোনো রূপেই কোনোদিন অভিনয় করেননি তিনি। এটাই প্রথম বার। অনেক প্রস্তুতি নিয়ে নিজেকে তৈরি করেছেন। দর্শকদের ভাল লাগবে বলেই আশা রাখছেন সোনামণি।
প্রসঙ্গত, স্টার জলসার মহালয়ার অনুষ্ঠানে দেবী দূর্গা হিসাবে অনেকেই চাইছিলেন খড়ি অর্থাৎ সোলাঙ্কিকে। সোনামণি দূর্গা হবেন শুনে স্বাভাবিক ভাবেই ক্ষুব্ধ হয়েছিলেন গাঁটছড়া তথা খড়ি ভক্তরা। সোলাঙ্কিও রয়েছেন মহালয়ার অনুষ্ঠানে। তাঁর লুক তুলনায় কিছুটা মডার্ন।
অভিনয়ে অনেক আগেই পা রেখেছেন সোনামণি। দেবী চৌধুরাণীতে তাঁকে দেখা গেলেও জনপ্রিয়তা দেয় মোহর। এখনো অনেক দর্শকের কাছেই তিনি মোহর হয়েই রয়ে গিয়েছেন। এই একটি সিরিয়াল তাঁকে অনেক কিছু দিয়েছে। খুব শীঘ্রই বড়পর্দাতেও পা রাখতে চলেছেন সোনামণি।
https://www.instagram.com/reel/CiKrynSr79_/?igshid=YmMyMTA2M2Y=
আপাতত স্টার জলসার এক্কা দোক্কা সিরিয়ালে দেখা যাচ্ছে তাঁকে। তাঁর বিপরীতে রয়েছেন সপ্তর্ষি মৌলিক। বেশ কিছুদিন হল শুরু হয়েছে সিরিয়ালটি। কিন্তু এখনো পর্যন্ত তেমন চমকপ্রদ টিআরপি দিয়ে উঠতে পারেনি। এছাড়া রানা সরকারের প্রযোজনায় ‘বেহায়া’ ছবির হাত ধরে বড়পর্দাতেও পা রাখতে চলেছেন সোনামণি। বিপরীতে রয়েছেন প্রতীক সেন।