বাংলাহান্ট ডেস্ক: করোনার সময়ে দেশবাসী চিনেছিল এক প্রকৃত নায়ককে। সোনু সূদ (Sonu Sood), যিনি নিজের সুরক্ষা, স্বাস্থ্যের তোয়াক্কা না করে দুঃস্থ, অসহায়দের জন্য পথে নেমেছিলেন। লক্ষ লক্ষ পরিযায়ী শ্রমিককে নিজের রাজ্যে, নিজের বাড়িতে পৌঁছে দিয়েছিলেন। এখনো সাহায্য চাইলেও হাত বাড়িয়ে দেন সোনু।
পরিবর্তে বহু উপহার পেয়েছেন তিনি। কিন্তু সম্প্রতি এমন একটা উপহার তিনি পেলেন যা দেখে খুশি হওয়ার বদলে কিছুটা অসন্তুষ্টই হয়েছেন সোনু। কী এমন উপহার পেয়েছেন সোনু? রক্ত দিয়ে অভিনেতার ছবি এঁকে উপহার দিয়েছেন তাঁর এক ভক্ত। সঙ্গে এও জানিয়েছেন, সোনুর জন্য নিজের জানও কুরবান করতে রাজি তিনি।
শিল্পী মধু গুর্জরের আঁকা ছবিটি হাতে নিয়ে একটি ভিডিও টুইট করেছেন সোনু। ভিডিওতে তাঁকে বলতে শোনা যায়, ‘উনি খুব প্রতিভাবান একজন শিল্পী। ভাই সাহাব আমার জন্য একটি ছবি এঁকেছেন, কিন্তু…’ সোনুর কথার মাঝেই শিল্পী বলে ওঠেন, ‘রক্ত দিয়ে’। এরপরেই অভিনেতা তাঁর উদ্দেশে বলেন, ‘এটাই তুমি ভুল করেছো, রক্ত দিয়ে ছবি এঁকে।’
উত্তরে শিল্পী বলেন, সোনুর জন্য নিজের প্রাণও দিয়ে দিতে রাজি তিনি। আরেকজন বলে ওঠেন, সোনু ঈশ্বরের থেকে কম কিছু নন। তাঁর মতো হৃদয়বান ব্যক্তি আর দুটো দেখা যায় না। সোনু উত্তরে বলেন, তিনি বুঝতে পারছেন। কিন্তু রক্ত দিয়ে আঁকার কী দরকার ছিল? রক্ত দান করা উচিত। তবে ছবিটির জন্য কৃতজ্ঞতাও জানিয়েছেন সোনু।
https://twitter.com/SonuSood/status/1568249688872157184?t=o1lHblRpXYNsf52Vne64Kg&s=19
এর আগে বিবেক অগ্নিহোত্রী পরিচালিত ‘দ্য কাশ্মী্য ফাইলস’ ছবিটির পোস্টারও একজন রক্ত দিয়ে এঁকেছিলেন। সেই ভিডিও শেয়ার করে প্রথমে প্রশংসা করলেও পরে সুর বদলান অগ্নিহোত্রী। এভাবে রক্ত নষ্ট না করে বরং দান করার পরামর্শ দিয়েছিলেন তিনি।
প্রসঙ্গত, বলিউড এবং দক্ষিণী ইন্ডাস্ট্রি মিলিয়ে কাজ করছেন সোনু। বলিউডে তাঁকে শেষবার দেখা গিয়েছিল অক্ষয় কুমারের ‘পৃথ্বীরাজ’ ছবিতে। এরপর তামিল ছবি ‘তামিলারসন’এ অভিনয় করতে চলেছেন তিনি। তাছাড়া বলিউডে ‘ফতেহ’ ছবিতেও মুখ্য চরিত্রে দেখা যাবে সোনুকে।