বাংলাহান্ট ডেস্ক: দু বছর আগে ইন্দ্রপতন হয়েছে বাংলা চলচ্চিত্র জগতে। অমৃতলোকে পাড়ি দিয়েছেন কিংবদন্তি অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায় (Soumitra Chatterjee)। কিন্তু এখনো সত্যিটা মেনে নিতে কষ্ট হয় বইকি। বাঙালির কাছে সৌমিত্র চট্টোপাধ্যায় একটা আবেগের মতো। এখনো অনেকের কাছেই ফেলুদা মানেই সৌমিত্র। শুধুই তো বড়পর্দায় অভিনয় নয়, আবৃত্তি, থিয়েটার, তাঁকে কোনো একটি পরিচয়ে আটকে রাখা সম্ভব নয়।
একটি জীবনী চিত্রের মতোই সৌমিত্র চট্টোপাধ্যায়ের এই সফরটাকে পর্দায় তুলে ধরেছেন পরমব্রত চট্টোপাধ্যায়। ছবির নাম দিয়েছেন ‘অভিযান’। আগামী বাংলা নববর্ষে বড়পর্দায় আরো একবার জীবন্ত হয়ে উঠবেন সৌমিত্র। সম্প্রতি ছবির দ্বিতীয় ট্রেলার প্রকাশ্যে এসেছে।
প্রবাদপ্রতিম অভিনেতার সঙ্গে কাজ করার বিভিন্ন মুহূর্তের স্মৃতি তুলে ধরেছেন পরাণ বন্দ্যোপাধ্যায়, সিদ্ধার্থ চট্টোপাধ্যায়, লিলি চক্রবর্তী, মমতা শঙ্কর, কৌশিক সেনের মতো অভিনেতারা। প্রথম ট্রেলারটি প্রকাশ্যে এসেছিল এক বছর আগে মার্চেই।
ছবিতে নিজের প্রবীণ বয়সের চরিত্রে অভিনয় করেছেন সৌমিত্র চট্টোপাধ্যায়ই। অন্যদিকে তাঁর তরুণ বয়সের চরিত্রে দেখা যাবে যিশু সেনগুপ্তকে। অভিনেতার মেয়ে পৌলমী বসুর ভূমিকায় অভিনয় করছেন সোহিনী সেনগুপ্ত। পরিচালক সত্যজিৎ রায়ের চরিত্রে দেখা যাবে পরিচালক কিউকে। আর মহানায়ক উত্তম কুমার হয়েছেন অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়।
ছবিতে কার্যত তারকাদের মেলা। অভিনয় করেছেন রুদ্রনীল ঘোষ, সোহিনী সরকার, তনুশ্রী চক্রবর্তী, সুজন মুখোপাধ্যায়, ত্রিধা চৌধুরী, পাওলি দাম, পায়েল সরকার, তুহিনা দাস, পদ্মনাভ দাশগুপ্ত, সমদর্শী দত্ত, জয়রাজ ভট্টাচার্য, দুলাল লাহিড়ী, শুভাশিস মুখোপাধ্যায়, বিশ্বনাথ বসু, সুরজিৎ বন্দ্যোপাধ্যায়, অনিন্দিতা বসুরা।
২০২০ র ১৫ নভেম্বর সকালে বেলভিউ হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন সৌমিত্র চট্টোপাধ্যায়। দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন তিনি। করোনা মুক্ত হয়ে বাড়ি চলে যাওয়ার পর নতুন করে অসুস্থ হয়ে পড়েন তিনি। ফের হাসপাতালে ভর্তি করা হলে সেখানেই প্রয়াত হন অভিনেতা। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৬ বছর।