অনুব্রতর মত অবস্থা হবে অভিষেকের, ফের শাসক দলকে আক্রমণ সৌমিত্রর

বাংলাহান্ট ডেস্ক : বিষ্ণুপুরের (Bishnupur) সাংসদ (Members of Parliament) সৌমিত্র খাঁ (Soumitra Khan) রবিবার বাঁকুড়ায় একটি কর্মসূচিতে যোগ দিয়েছিলেন। এই কর্মসূচি থেকে তিনি তীব্র আক্রমণ করলেন তৃণমূল নেতা- মন্ত্রীদের। অনুব্রত মণ্ডলের তুলনা তুলে বিজেপি সাংসদ সৌমিত্র ভবিষ্যৎবাণী করে বললেন অভিষেক বন্দ্যোপাধ্যায়েরও অবস্থা হবে অনুব্রতর মত। এই মঞ্চ থেকে তিনি একযোগে আক্রমণ করলেন অনুব্রত থেকে অভিষেককে।

অনুব্রত মণ্ডলের দিল্লি যাত্রা প্রসঙ্গে সৌমিত্র বলেন, “এটা কৃতকর্মের ফল। আমি বহু আগে অনুব্রতকে বলেছিলাম অত্যাচার করবেন না জনগণের উপর। এগুলো হল গরু পাচার কয়লা কেলেঙ্কারির ফল। নিজেই নিজের কষ্টের জন্য দায়ী। তার কন্যাকে এখন সবাই চোরের মেয়ে বলে ডাকছে। কি লজ্জার! ওর কাছে যা টাকা আছে তা আমাদের কারোর কাছে নেই। এক জেলা সভাপতির সম্পত্তি দেড়শ কোটি টাকা কি করে হয়!”

একই সাথে সৌমিত্রর সংযোজন, “তৃণমূলে যিনি সেকেন্ড ম্যান হন তাকেই যেতে হয় জেলে। পরীক্ষিত সত্য এটা। অভিষেকের অবস্থাও অনুব্রতর মত হবে। এর আগে আমরা মুকুল রায়ের অবস্থা দেখেছি। তিনি এপাং ওপাং ঝপাং করে এসেছিলেন বিজেপিতে। ওই দলে সেকেন্ড ম্যান এর পদটা খুবই ইন্টারেস্টিং। তবে পতন হবে ওদের। বেশিদিন স্বৈরাচারী শাসন চলতে পারেনা।”

anubrata soumitra

 

একই সাথে সৌমিত্র বাঁকুড়ায় দলীয় কর্মীদের উদ্দেশ্যে তৃণমূলের বিরুদ্ধে সবাইকে এক হয়ে লড়াই করার বার্তা দেন। তিনি বলেছেন, “সাগরদিঘীতে মানুষ দেখিয়ে দিয়েছে তৃণমূলের বিপক্ষে সবাই। তৃণমূলকে হারাতে হিন্দু-মুসলিম সবাইকে একজোট হয়ে ভোট দিতে হবে এক জায়গায়।” একই সাথে সৌমিত্র ওই এলাকার তৃণমূল পরিচালিত পঞ্চায়েত সমিতির সভাপতি থেকে তৃণমূল দলের স্থানীয় নেতৃত্বের বাড়ি ঘেরাও করারও ডাক দেন।


Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর