দাদাগিরির মঞ্চে জমাটি অন্তাক্ষরীর আসর, অনুপমের সঙ্গে সৌরভ গাইলেন হিন্দি গান! ভাইরাল প্রোমো

Published On:

বাংলাহান্ট ডেস্ক: নাচ থেকে শুরু করে র‍্যাম্প ওয়াক, রান্নাবান্না সবই হয়েছে ‘দাদাগিরি’তে (Dadagiri)। প্রতিযোগীদের দৌলতে কুইজ শো তে সবকিছুই হয়েছে। আর তাতে যোগ দিয়েছেন সঞ্চালক সৌরভ গঙ্গোপাধ‍্যায়ও (Sourav Ganguly)। ‘দাদাগিরি’তেই সৌরভের অন‍্য একটা রূপ দেখেছে দর্শক। নায়িকাদের সঙ্গে তাল মিলিয়ে নেচেছেন বিসিসিআই সভাপতি। এবার তাঁকে গান গাইতেও দেখবে দাদাগিরির দর্শকরা।

আজ অর্থাৎ রবিবার বিশেষ পর্ব থাকছে দাদাগিরিতে। আসছেন অভিনয় ও গানের জগতের বিশিষ্ট কিছু মানুষ। অনুপম রায় (Anupam Roy), সন্দীপ্তা সেন, শ্রীতমা ভট্টাচার্যদের সঙ্গে অন্তাক্ষরি খেলায় মেতে উঠবেন সৌরভ। চ‍্যানেলের তরফে একটি প্রোমো প্রকাশ‍্যে এসেছে।


সেখানে দেখা যাচ্ছে, খেলার ফাঁকেই প্রতিযোগীদের মধ‍্যে বসেছে অন্তাক্ষরীর আসর। পরিকল্পনাটা অনুপমেরই। গিটার হাতে নিয়ে তিনি প্রথমে শুরু করেন ‘অটোগ্রাফ’ ছবির জনপ্রিয় গান ‘আমাকে আমার মতো থাকতে দাও’। সৌরভ বলে ওঠেন, এই প্রথম বার দাদাগিরিতে বসছে অন্তাক্ষরির আসর।

অনুপমের গান শেষ হয় ‘ন’ অক্ষর দিয়ে। সবাই যখন ন দিয়ে শুরু হওয়া গান ভাবতে ব‍্যস্ত, তখন সৌরভ গেয়ে ওঠেন ‘নজর কে সামনে জিগর কে পাস’। দাদাকে গান গাইতে দেখে হাততালি দিয়ে ওঠেন বাকিরা। গলা মেলান অনুপমও।


এর আগেই অবশ‍্য পরিচালক শুভঙ্কর চট্টোপাধ‍্যায় জানিয়েছিলেন এই পর্বের ব‍্যাপারে। সৌরভকে যে গান গাইতে শোনা যাবে সেটাও ফাঁস করেছিলেন তিনি। জানিয়েছিলেন, এতদিন নিজের মতো করে সঞ্চালনা, নাচ সবটাই চেষ্টা করেছেন সৌরভ। গানটাও নিজের মতো করেই গাইবেন।

https://www.instagram.com/tv/CcYFXesoGQc/?igshid=YmMyMTA2M2Y=

প্রসঙ্গত, আগামী এক দু মাস পরেই শেষ হবে ‘দাদাগিরি’। শেষ হতে চলেছে দাদাগিরির নবম সিজন। সম্প্রতি সোশ‍্যাল মিডিয়ায় নিজেই খবরটা জানিয়েছেন সৌরভ। দাদাগিরির সেটের একটি ছবি শেয়ার করে লিখেছেন, ‘আরেকটি সিজনের প্রায় শেষের দিকে’। আগামী মে মাস পর্যন্ত শুটিং চলবে। তারপর জুন নাগাদ হবে দাদাগিরির ফিনালে পর্ব।

সম্পর্কিত খবর

X