মোবাইলেই দেখছেন বিশ্বকাপ, এবার কোন দলকে সমর্থন করছেন মহাগুরু? জানালেন খোদ মিঠুন

বাংলা হান্ট ডেস্কঃ রাজ্যে আসন্ন পঞ্চায়েত নির্বাচন (Panchayat Vote)। গত ২৩ নভেম্বর থেকে বিজেপির হয়ে প্রচারে বঙ্গের মাটিতে পা রেখেছেন ডিস্কো ডান্সার মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)। ৫ দিনের ঠাসা কর্মসূচীতে জেলায়-জেলায়, গ্রামে-গ্রামে জনসংযোগ তৈরীতে উদ্যত মহানায়ক।

গত ৫ দিন থেকে বারংবারই তার গলায় শোনা যায় ঘাসফুল শিবিরের উদ্দেশ্যে ক্ষোভ। অনেকেরই বক্তব্য পঞ্চায়েত নির্বাচনে বিজেপির তুরূপের তাস মহাগুরু মিঠুন চক্রবর্তী। টানা পঞ্চম দিনের কর্মসূচী সফরে তার সফরসঙ্গী ছিলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার( Sukanta Majumder )। তবে পঞ্চায়েত নির্বাচনের ঠাসা কর্মসূচীতেই নিজেকে বেঁধে রাখেননি তিনি। সময়মতো ঠিক নজর রেখেছেন ফুটবলে। চুটিয়ে দেখছেন বিশ্বকাপ।

সম্প্রতি এক সংবাদমাধ্যমকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে তিনি বলেন, “বিশ্বকাপ দেখছি চুটিয়ে । এখন তো মোবাইলেই দেখা যায়। তাই বাংলার বিভিন্ন জেলায় যাওয়া আসার পথেই দেখে নিচ্ছি বিশ্বকাপের ম্যাচ।” সাথেই তিনি জানান এবারের বিশ্বকাপে মহাগুরুর প্রিয় দল স্পেন। বলেন “এবারে আমার ফেভারিট দল স্পেন (Spain)। এবারের বিশ্বকাপে প্রথম ম্যাচে 7-0 গোলে ঝড়ের গতিতে প্রতিপক্ষ কোষ্টারিকাকে উড়িয়ে দিয়ে কার্যত মন জয় করে নেয় মহাগুরুর।

mithun 1

প্রসঙ্গত মহাগুরু যে নিখাদ ফুটবল প্রেমীদের (Football Lover) মধ্যে একজন তা কারও অজানা নয়। সাত এবং আটের দশকে বড় বড় ফুটবলারদেরকে নিয়ে নানা জেলায় ফুটবল খেলার আয়োজন করেছিলেন তিনি। অতীতে বাংলার ফুটবলের উন্নয়নের জন্য উদ্যোগও নিয়েছিলেন, সাথেই বেঙ্গল ফুটবল অ্যাসোসিয়েশন নামে একটি সংগঠনও গড়েছিলেন মিঠুন চক্রবর্তী।

ad

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর