বাংলাহান্ট ডেস্ক : যাত্রীদের অতিরিক্ত ভিড় কম করার লক্ষ্য নিয়ে উত্তর-পূর্ব সীমান্ত রেল এবার এক জোড়া স্পেশাল ট্রেন চালু করল। দুটো ট্রেনই নিউ সুপারফাস্ট ট্রেন (Superfast Trains)। জানা যাচ্ছে যে, নিউ জলপাইগুড়ি থেকে রওনা দিয়ে এই ট্রেন ২২.৩৫ ঘন্টায় পৌঁছাবে হাওড়ায় (Howrah)। গরমের ছুটির আগে নিঃসন্দেহে এটি বড়সড় উপহার যাত্রীদের জন্য।
যাত্রীদের ভিড়ে লাগাম টানতে ট্রেন নম্বর ০৭০৪৬/০৭০৪৭ (সেকেন্দ্রাবাদ-ডিব্রুগড়-সেকেন্দ্রাবাদ) এর পরিষেবা অব্যাহত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে খবর উত্তর-পূর্ব রেল। সময়সূচি ও স্টপেজ মেনে পরিষেবা দেবে ট্রেনগুলো। হাওড়া এবং নিউ জলপাইগুড়ির মধ্যে সুপারফাস্ট স্পেশাল ট্রেন চালানোর সিদ্ধান্ত গ্রহণ করেছে উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ে।
আরোও পড়ুন : ৮,৯ জুন বন্ধ থাকতে পারে শিয়ালদা শাখায় বহু ট্রেন! লোকাল যাত্রীদের জন্য বড়সড় আপডেট রেলের
হাওড়া থেকে নিউ জলপাইগুড়ি আবার নিউ জলপাইগুড়ি থেকে হাওড়া সুপারফাস্ট সামার স্পেশাল ট্রেন নং. ০২৩০৯/০২৩১০ দুই রুটেই সাতটি করে ট্রিপ দেবে বলে খবর। অন্যদিকে ২০ মে থেকে ২৪ জুন, ২০২৪ পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে ট্রেন নং. ০৭০৪৬ (সেকেন্দ্রাবাদ-ডিব্রুগড়) স্পেশালের পরিষেবা। প্রত্যেক সোমবার চলবে এই ট্রেন।
আরোও পড়ুন : সুখবর! উচ্চ মাধ্যমিক পাশেই নৌ বাহিনীতে চাকরির সুযোগ! জানুন, বিস্তারিত আবেদন প্রক্রিয়া
২৩ মে থেকে ২৭ জুন, ২০২৪ পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে ফেরার ট্রেন নং. ০৭০৪৭ (ডিব্রুগড়-সেকেন্দ্রাবাদ) স্পেশাল ট্রেনের পরিষেবা। প্রতি বৃহস্পতিবার ট্রেনটি চলাচল করবে। এই ট্রেনগুলির পরিষেবার কারণে ওই রুটগুলোর ওয়েটিং লিস্টের যাত্রীরা বেশ উপকৃত হবেন। পাশাপাশি ১৫, ২২, ২৯ মে এবং ০৫, ১২, ১৯, ২৬ জুন, ২০২৪ তারিখ ট্রেন নং. ০২৩০৯ (হাওড়া-নিউ জলপাইগুড়ি) পরিষেবা দেবে।
হাওড়া থেকে এই ট্রেন প্রতি বুধবার সকাল ৫ টা ৫৫ মিনিটে রওনা দিয়ে একই দিনে নিউ জলপাইগুড়ি পৌঁছবে ১ টা ২৫ মিনিটে। ১৫, ২২, ২৯ মে এবং ০৫, ১২, ১৯, ২৬ জুন, ২০২৪ তারিখ ট্রেন নং. ০২৩১০ (নিউ জলপাইগুড়ি-হাওড়া) স্পেশাল ফেরার সময়, প্রতি বুধবার নিউ জলপাইগুড়ি থেকে রওনা দেবে দুপুর তিনটে নাগাদ।
ওই দিনেই ২২.৩৫ মিনিটে হাওড়া পৌঁছবে ওই ট্রেন। যাত্রীদের কথা মাথায় রেখে ১৩টি এসি চেয়ার কার কোচ থাকবে সুপারফাস্ট স্পেশাল ট্রেনে। ডানকুনি, বোলপুর< শান্তিনিকেতন, মালদহ টাউন, ও বারসোই রেলওয়ে স্টেশন হয়ে চলবে এই ট্রেন। আইআরসিটিসি ওয়েবসাইট স্টপেজ ও উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে এই ট্রেন গুলির সময়সূচির বিশদ বিবরণ পাওয়া যাবে।