বাংলাহান্ট ডেস্ক: তৃণমূল নেতাদের ‘কুকুর’ এর সঙ্গে তুলনা করলেন দিলীপ ঘোষ (Dilip Ghosh)! কুকুরের পেছনে পেট্রোল দিলে যেমন দৌড়ায়, তৃণমূল নেতাদের সঙ্গেও তেমনটাই করা উচিত, দাবি বিজেপির সর্বভারতীয় সহ সভাপতির। দিলীপের বক্তব্য শুনে ক্ষেপে লাল শ্রীলেখা মিত্র (Sreelekha Mitra), দেবলীনা দত্ত (Debolina Dutta) সহ পশুপ্রেমীরা।
বাঁকুড়ায় একটি জনসভায় বিতর্কিত মন্তব্য করেছেন দিলীপ ঘোষ। তিনি বলেন, ছোটবেলায় কুকুরের পেছনে পেট্রোল দিয়ে দিতেন তাঁরা। কুকুর দৌড়াতো। তৃণমূল নেতাদের পেছনেও তেমন করেই পেট্রোল দিলে তাঁরাও দৌড়াবেন। বিতর্কিত মন্তব্য দিলীপ ঘোষের মুখে নতুন নয়। তবে তাঁর এই মন্তব্যে ক্ষুব্ধ পশুপ্রেমীরা।
অভিনেত্রী শ্রীলেখা মিত্রর পশুপ্রেমী হিসাবে জনপ্রিয়তা রয়েছে। নিজের একাধিক সারমেয় পোষ্য রয়েছে তাঁর। পথকুকুরদেরও খেয়াল রাখেন অভিনেত্রী। দিলীপ ঘোষের কথায় স্বাভাবিক ভাবেই ক্ষুব্ধ শ্রীলেখা। সংবাদ মাধ্যমকে তিনি বলেন, একজন নেতা স্থানীয় লোক এমন মন্তব্য করে নিজের খুনি মানসিকতার পরিচয় দিচ্ছেন। একটা অবলা প্রাণীর পেছনে আগুন দিয়ে দেওয়ার মতো কাজও বড় মুখ করে বলছেন দিলীপ ঘোষ!
উপরন্তু কুকুরের সঙ্গে তৃণমূল নেতাদের যেভাবে তুলনা করেছেন তিনি, তাতে প্রমাণ হয়ে যায় যে বিজেপি সাম্রাজ্যবাদী মানসিকতার, অভিযোগ শ্রীলেখার। সেই সঙ্গে তাঁর আরো প্রশ্ন, নিজের লেজের আগুন দিয়ে লঙ্কা জ্বালানো হনুমানকে দেখেই কি অনুপ্রাণিত হয়েছেন দিলীপ ঘোষ?
পশুপ্রেমী অভিনেত্রী দেবলীনা দত্তও। দিলীপ ঘোষের ভাষা নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি। ছোটবেলায় একটা অবলা প্রাণীকে কষ্ট দিয়ে আনন্দ পেতেন, আর সেটা আবার নিজের মুখে স্বীকারও করছেন! দেবলীনার কথায়, এমন বিকৃত মানসিকতার মানসিকতার মানুষের কাছ থেকে আর কেমন ভাষাই বা আশা করা যায়?
অভিনেতা তথাগত মুখোপাধ্যায়ের দাবি, যিনি নিজের মুখে এমন নিষ্ঠুর কাজের কথা স্বীকার করতে পারে তাঁকে কোনো দলের মুখ হিসাবে রাখা মানে সেই দলেরই লজ্জা। যিনি নিরীহ প্রাণীর সঙ্গে এমনটা করতে পারেন তাঁর মানুষ খুন করতেও বাধবে না।