বৃথা গেল রশিদের মরিয়া লড়াই! শ্রীলঙ্কার কাছে হেরে এশিয়া কাপ থেকে ছিটকে গেল আফগানিস্তান

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ চলতি এশিয়া কাপের (2023 Asia Cup) সবচেয়ে রোমাঞ্চক ম্যাচটা দেখা গেল গ্রুপ পর্বের একদম শেষ ম্যাচে। প্রথমে ব্যাট করে শ্রীলঙ্কা, আফগানিস্তানের সামনে জয়ের জন্য ২৯২ রানের লক্ষ্য রেখেছিল দাসুন শানাকার শ্রীলঙ্কা। ৮৪ বলে ৯২ রানের একটি অসাধারণ ইনিংস খেলেছিলেন কুশল মেন্ডিস। এশিয়া কাপের পরবর্তী রাউন্ডে অর্থাৎ সুপার ফোর এ যেতে গেলে আফগানিস্তানকে এই রানটা তুলতে হতো ৩৭.১ ওভারে। যদি তারা সেই কাজটা করতে পারত তাহলে বাংলাদেশের সাথে তারাও পরের রাউন্ডে পৌঁছে যেত।

মাত্র ৬ ওভারের মধ্যে ২ উইকেট হারিয়ে শুরুটা অত্যন্ত খারাপ করেছিল আফগানিস্তান। একসময় মনে হচ্ছিল যে শ্রীলঙ্কা অতি সহজেই ম্যাচটি জিতে নেবে বা জিততে না পারলেও পরের রাউন্ডের টিকিট নিশ্চিত করে ফেলবে। কিন্তু লড়াইটা একেবারেই সহজ হয়নি শ্রীলঙ্কার জন্য।

বর্তমান অধিনায়ক হাসমতুল্লাহ শাহিদী (৫৯) এবং প্রাক্তন অধিনায়ক মহম্মদ নবীর (৬৫) লড়াকু ব্যাটিংয়ে ভর করে দুর্দান্তভাবে লড়াইয়ে ফিরেছিল আফগানিস্তান। বিশেষ করে নবীর ব্যাট এমনভাবে গর্জে উঠছিল যে মনে হচ্ছিল ৩৭ নয় ৩০ ওভারেই প্রয়োজনীয় রান তুলে ফেলতে পারে আফগানিস্তান। কিন্তু নিজের ইনিংসের ৩২ তম বলে তিনি লং অনে ক্যাচ দিয়ে ফিরতেই ছবিটা বদলাতে শুরু করে।

আফগানিস্তান যে থমকে গিয়েছিল এমনটা নয়। কিন্তু তাদের দুজনের পার্টনারশিপটি ভাঙার পর নিয়মিত ব্যবধানে উইকেট হারাতে থাকে তারা। শ্রীলঙ্কার বোলাররা সময়মতো উইকেট তুলে চাপ বাড়িয়ে চলেছিল প্রতিপক্ষের ওপর এবং শেষে দেখা যায় সেই ব্যাপারটি ম্যাচে তফাৎ গড়ে দিয়ে গেল।

আরও পড়ুন: কোহলি না, কাশ্মীর নিয়ে ভারতকে কটু কথা বলা পাকিস্তান ভক্তদের মধ্যমা দেখিয়েছি! মন্তব্য গম্ভীরের

৩৬ ওভার শেষে ৮ উইকেট হারিয়ে ২৭৭ রান তুলে ফেলেছিল আফগানিস্তান। ক্রিজে ছিলেন রশিদ খান। ৩৭ তম ওভারে তিনি তিনটে চার মারেন। অর্থাৎ শেষ এক বলে প্রয়োজন ছিল তিনটি রানের। কিন্তু লং অনের ওপর দিয়ে ছক্কা মারার চেষ্টা করতে গিয়ে বাউন্ডারি লাইনের ধারে সাদিয়ার হাতে জমা পরেন মজিব উর রহমান। সেই ওভারেই পরবর্তী উইকেটটিও পরে এবং যোগ্যতা অর্জন তো দূরে থাক, নিশ্চিত যেতাম ম্যাচটি ২ রানে হেরে একটিও ম্যাচ না জিতে এশিয়া কাপ থেকে ছিটকে গেল আফগানিস্তান।

আরও পড়ুন: সচিনের বিরাট রেকর্ড ভেঙে দিলেন রোহিত শর্মা! এশিয়া কাপে নতুন ইতিহাস লিখলেন হিটম্যান

অনেক রান বিলিয়ে দিলেও ৪ উইকেট তুলে ফাস্ট বোলাররা যেটা হয়েছেন শ্রীলঙ্কার সেরা বোলার। দুটি করে উইকেট পেয়েছেন ধনঞ্জয় ডি সিলভা এবং ওয়ালেগা। আফগানিস্তানের হয়ে প্রথম ইনিংসে বোলিংয়ের সময় ৪ উইকেট পেয়েছিলেন গুলবদিন নায়েব। বল হাতে দুই উইকেট নেওয়ার পাশাপাশি ব্যাট হাতে ১৬ বলে ২৭ রান করেও দলকে জেতাতে পারলেন না রশিদ খান।

 

Avatar
Reetabrata Deb

সম্পর্কিত খবর