করোনার বিরুদ্ধে লড়াইয়ে প্রধানমন্ত্রী কেয়ার্স ফান্ডে দান করল শ্রী রাম জন্মভূমি ট্রাস্ট

Last Updated:

বাংলা হান্ট ডেস্কঃ করোনা ভাইরাসের (Coronavirus) বিরুদ্ধে লড়াইয়ে গোটা ভারত এক হয়েছে। এই মহামারীর বিরুদ্ধে লড়াইয়ে দেশের জনতা সরকারকে আর্থিক সাহায্য করছে। সরকার দ্বারা এর জন্য পিএম কেয়ার্স (PM Cares) ফান্ড গঠন করেছে। ওই ফান্ডে দেশের আম জনতা, শিল্পপতি, ব্যবসায়ী, ক্রিকেটার, অভিনেতা অভিনেত্রী সমেত রাজনৈতিক নেতারাও দান করছেন। এবার এই ফান্ডে দান করল শ্রী রাম জন্মভূমি তীর্থ ক্ষেত্র ট্রাস্ট।

করোনা ভাইরাসের বিরুদ্ধে এই লড়াইয়ে PM CARES ফান্ডে ১১ লক্ষ টাকা দান করল শ্রী রাম জন্মভূমি তীর্থ ক্ষেত্র ট্রাস্ট (sri ram janmabhoomi teerth kshetra trust) । আপানদের জানিয়ে দিই, অযোধ্যায় রাম মন্দির নির্মাণের জন্য এই ফান্ড গঠন করা হয়েছে। আর এবার সেই ফান্ড থেকেই করোনা ভাইরাসের বিরুদ্ধে লড়াই করার জন্য দান করা হল।

এছাড়াও কাঞ্চি মুথ মন্দির প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে ১০ লক্ষা টাকা দান করেছে। মহাবীর মন্দির ট্রাস্ট ১ কোটি টাকা দান করেছে পিএম কেয়ার্সে। ছত্তিসগড়ের মহামায়া মন্দির ট্রাস্ট ৬ লক্ষ ২২ হাজার টাকা দান করেছে করোনার বিরুদ্ধে যুদ্ধে। গুজরাটের সোমনাথ মন্দির মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিলে এক কোটি টাকা দান করেছে। গুজরাটের আম্বাজি মন্দির মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিলে ১ কোটি এক লক্ষ টাকা দান করেছে।

মহারাষ্ট্রের শ্রী সাইবাবা সংস্থান ট্রাস্ট মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিলে ৫১ কোটি টাকা দান করেছে। দেবস্থান ম্যানেজমেন্ট কমিটি কোলাপুর মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিলে দুই কোটি টাকা দান করেছে। স্বামী নারায়ণ মন্দির গুজরাট সরকারকে ১.৮৮ কোটি টাকা এবং আইসোলেশন ওয়ার্ড বানানোর জন্য ৫০০ টি রুম দান করেছে।

সম্পর্কিত খবর

X