বাংলাহান্ট ডেস্ক: টাকা দিয়ে আরিয়ানকে (aryan khan) গ্রেফতারির হাত থেকে বাঁচাতে চেয়েছিলেন শাহরুখের খানের ম্যানেজার। কিং খান পুত্র জেল থেকে বেরোতেই বিষ্ফোরক দাবি করলেন মাদক মামলার অন্যতম নাম স্যাম ডিসুজা। এই মামলার সাক্ষী প্রভাকর সেইলের দাখিল করা হলফনামায় নাম ছিল স্যামের। তাঁর দাবি, আরিয়ানকে গ্রেফতারির হাত থেকে বাঁচাতে ৫০ লক্ষ টাকা দিয়েছিলেন কিং খানের ম্যানেজার পূজা ডাডলানি (pooja dadlani)।
সম্প্রতি এক সংবাদ মাধ্যমের সঙ্গে সাক্ষাৎকারে স্যাম ডিসুজা জানান, পূজা ৫০ লক্ষ টাকা দিয়েছিলেন মাদক মামলার অন্যতম সাক্ষী কে পি গোসাভিকে, এই আশায় যে হয়তো গ্রেফতারির হাত থেকে বাঁচতে পারবেন আরিয়ান। কিন্তু সেই টাকা ফেরত দিয়ে দেন স্যাম, প্রভাকররা। কারণ তাঁরা জানতে পেরে গিয়েছিলেন যে গোসাভি আসলে প্রতারক।
নিজের হলফনামায় স্যাম জানিয়েছেন, ৩ রা অক্টোবর মুম্বইয়ের লোয়ার প্যারেলে সাক্ষাৎ করেছিলেন তিনি, গোসাভি এবং শাহরুখের ম্যানেজার পূজা ডাডলানি। সেদিন গোসাভির দেহরক্ষী প্রভাকর তাঁকে তাঁর ভাসির অ্যাপার্টমেন্টে ছাড়তে গেলে গোসাভি তাঁকে নির্দেশ দেন এক হোটেলের বাইরে থেকে টাকা নিয়ে আসতে।
প্রভাকর জানান, একজন গাড়িতে করে এসে দুটো ব্যাগ দেন তাঁকে। সেই ব্যাগ দুটি আবার স্যামকে পৌঁছে দেন প্রভাকর। ডিসুজা টাকা গুণে জানান মাত্র ৩৮ লক্ষ টাকা রয়েছে ব্যাগে। এর আগেই প্রভাকর জানিয়েছিলেন, তিনি শুনেছেন গোসাভি ২৫ কোটি টাকা চাওয়া নিয়ে আলোচনা করছেন। সেই টাকা থেকে আবার ৮ কোটি টাকা নাকি NCB আধিকারিক সমীর ওয়াংখেড়েকেও দিতে হত তাঁদের।
সাক্ষাৎকারে স্যাম জানান, গোসাভি প্রতারণা করছেন এটা জানতে পেরেই জোর করে ওই ৩৮ লক্ষ টাকা পূজা ডাডলানিকে ফেরত পাঠান তাঁরা। স্যাম আরো দাবি করেছেন, ২ রা অক্টোবর ক্রুজ পার্টিতে NCB হানার সঙ্গে তাঁর কোনো যোগাযোগ নেই। তিনি জানান, ১ লা অক্টোবর সুনীল পাতিল নামে এক ব্যক্তির কাছ থেকে ফোন পান তিনি, যার কাছে ওই ক্রুজের ব্যাপারে কিছু খবর ছিল।
ওই ব্যক্তি NCB র সঙ্গে তাঁর যোগাযোগ করিয়ে দিতে বলেছিলেন। সেই সূত্রেই স্যাম গোসাভির সঙ্গে তাঁর যোগাযোগ করান। স্যাম জানান, তিনি ভেবেছিলেন গোসাভি আরিয়ানের ভয়েস মেসেজ রেকর্ড করেছেন। আরিয়ান তাঁকে বলেছিলেন শাহরুখের ম্যানেজারের সঙ্গে যোগাযোগ করতে। সেই সূত্রেই আরিয়ানের ভয়েস মেসেজ পাঠিয়ে গোসাভি পূজাকে ভুয়ো দাবি করেন যে NCB র সঙ্গে তাঁর যোগাযোগ আছে এবং NCB র হয়েই টাকা নিয়ে দরদাম করছেন তিনি। স্যাম আরো জানিয়েছেন, আরিয়ানের কোনো মাদক পাওয়া যায়নি।