বাংলা হান্ট ডেস্কঃ বিগত কয়েক মাস ধরে একের পর এক ঘটনাকে কেন্দ্র করে শিরোনামে রয়েছে রাজ্যের চিকিৎসক মহল। এবার একসাথে মোট ২০টা ওষুধ খেয়ে চিকিৎসাধীন কলকাতার এসএসকেএম (SSKM) মেডিকেল কলেজের এক জুনিয়র চিকিৎসক। জানা যাচ্ছে এই মুহূর্তে খুবই আশঙ্কাজনক অবস্থায় সিসিইউ’তে চিকিৎসাধীন রয়েছেন ওই জুনিয়র চিকিৎসক।
চিকিৎসাধীন SSKM হাসপাতালের জুনিয়র চিকিৎসক
জানা যাচ্ছে, এসএসকেএম (SSKM) হাসপাতালের ওই জুনিয়র চিকিৎসক যুবক একসাথে মোট কুড়িটি ওষুধ খেয়ে নিয়েছিলেন। সূত্রের খবর ঘুমের ওষুধের পাশাপাশি ওই জুনিয়র চিকিৎসক একসাথেই খেয়ে নিয়েছিলেন মানসিক রোগের ওষুধ। তাতেই ঘটে যায় বড়সড় বিপত্তি।
একসাথে ঘুমের ওষুধ এবং মানসিক রোগের খাওয়ার পরেই ক্রমশ তার অবস্থার অবনতি হতে থাকে। কি কারণে ওই পড়ুয়া এমন কান্ড ঘটালেন?আপাতত সেটাই খুঁটিয়ে দেখছেন কর্তৃপক্ষ। প্রসঙ্গত কিছুদিন আগেই সামনে এসেছিল ঝাড়গ্রামের এক চিকিৎসকের অস্বাভাবিক মৃত্যুর ঘটনা। একটি হোটেল থেকে উদ্ধার করা হয়েছিল দীপ্র ভট্টাচার্য নামে একজন চিকিৎসকের মৃতদেহ।
আরও পড়ুন : ‘বিজেপির বোড়ে’! স্বেচ্ছায় ‘মুখ্যমন্ত্রীর লড়াই’ থেকে সরে দাঁড়ালেন শিন্ডে, নতুন মুখ কে?
তিনি পেশায় ঝাড়গ্রাম হাসপাতালের সিনিয়র রেসিডেন্স ছিলেন। আত্মহত্যা করার আগে তিনি যে চিঠি লিখেছিলেন সেখানে তাঁকে সরব হতে দেখা গিয়েছে হাসপাতালের থ্রেট কালচার নিয়ে।
এখনও ঝাড়গ্রামের ওই চিকিৎসকের মৃত্যুর রহস্য সমাধান হয়নি। এরই মাঝে এসএসকেএম হাসপাতালের এই জুনিয়র চিকিৎসক একসাথে কুড়িটি ওষুধ খেয়ে নেওয়ায় আবার মাথাচাড়া দিতে শুরু করেছে বেশ কিছু প্রশ্ন।