সামান্য টাকা দিয়ে শুরু করুন এই ব্যবসা, সরকারি সাহায্যে হবে লাখ লাখ টাকা আয়

বাংলা হান্ট ডেস্কঃ আপনি কি খুব কম বিনিয়োগে ব্যবসা (business) করে মোটা টাকা (Indian Rupee) আয় করতে চাইছেন? তাহলে এই ব্যবসা আপনার জন্য। আজ আপনাকে এক দুর্দান্ত ও বিরাট লাভজনক ব্যবসার সম্পর্কে বিস্তারিত জানাবো। এই ব্যবসা করে আপনি মাসে কমপক্ষে 2 লাখ টাকা আয় করতে পারেন। এছাড়া এই ব্যবসা শুরু করতে সরকারের কাছ থেকেও অনেক সাহায্য পাওয়া যাবে।

কি সেই ব্যবসা? এই ব্যবসা হল ছাগল পালনের ব্যবসা (Goat Farming) । এই ব্যবসা করে অনেকেই প্রচুর টাকা আয় করছেন। আর বিনিয়োগ কম করতে হয়। এটি বাণিজ্যিক ব্যবসার অন্তর্গত। তার কারণ একটি দেশের অর্থনীতি এবং পুষ্টিতে এই ব্যবসা অনেক অবদান রাখে। ছাগলের খামার একটি গ্রামের অর্থনীতির মেরুদণ্ড। ছাগল পালনে দুধ, সারের মতো অনেক উপকার পাওয়া যায়। এই ছাগল পালনে জায়গাও অনেকe কম লাগে। একটি ছাগলের জন্য মোটামুটি এক বর্গ মিটার এলাকা প্রয়োজন।

এছাড়া ছাগলের খাবারের পরিমাণ অনেক কম। অন্য যে কোনো প্রাণীর চেয়ে কম খরচ করতে হয় ছাগলের জন্য। সাধারণত একটি ছাগলকে দুই কেজি পশুখাদ্য ও আধা কেজি দানা দিলে ভালো হয়। বাজারে ছাগলের দুধের ব্যাপক চাহিদা রয়েছে। এছাড়া মাংসেরও চাহিদা অনেক। একটি প্রতিবেদনে বলা হয়েছে, 18টি স্ত্রী ছাগল থেকে গড়ে 2,16,000 টাকা আয় করা যায়। একই সময়ে, পুরুষ ছাগল থেকে গড়ে 1,98,000 টাকা উপার্জন করা যেতে পারে।

Stall Fed Goat Farming.

ছাগল পালন ব্যবসার জন্য কেন্দ্রীয় সরকার থেকে 35 শতাংশ ভর্তুকি পাওয়া যায়। এছাড়া অনেক রাজ্য সরকারও ভর্তুকি দেয়। হরিয়ানা সরকার 90 শতাংশ পর্যন্ত ভর্তুকি দেয়। আপনার যদি এই ব্যবসা শুরু করার জন্য টাকা না থাকে, তাহলে আপনি ব্যাংক থেকে ঋণ নিতে পারেন। NABARD থেকে ছাগল পালনের জন্য ঋণ নেওয়া যেতে পারে।

Avatar
Koushik Dutta

সম্পর্কিত খবর