নেপালের বিরুদ্ধে ভয়ঙ্কর রূপ পাকিস্তানের! তাও পরিসংখ্যানের দিক দিয়ে এগিয়ে রয়েছে ভারতই

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ মাঝে আর মাত্র তিনটি দিন। তারপরেই চার বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে মুখোমুখি হচ্ছে ভারত ও পাকিস্তান (India vs Pakistan)। অনেকের মনে এই প্রশ্ন উঠতে পারে যে গত বছরই তো একাধিকবার ভারত ও পাকিস্তানের একে অপরের মুখোমুখি হয়েছিল। তাহলে ‘চার বছরের অপেক্ষা’ কথাটা আসছে কি করে? আসলে ব্যাপারটা হচ্ছে গত বছর ভারত ও পাকিস্তান মুখোমুখি হয়েছিল টি-টোয়েন্টি ফরম্যাটে। ওডিআই ফরম্যাটে দুই দল আবার একে অপরের মুখোমুখি হচ্ছে ২০১৯ ওডিআই বিশ্বকাপের লিগ পর্বের ম্যাচের পরে। চলতি এশিয়া কাপে (2023 Asia Cup) অবসান ঘটছে সেই ৪ বছরের অপেক্ষার।

এবারের এশিয়া কাপ ওডিআই ফরম্যাটে আয়োজিত হচ্ছে। ভারতের মাটিতে আয়োজিত হতে চলা ওডিআই বিশ্বকাপের আগে নিজেদেরকে ঝালিয়ে নেওয়ার একটি আদর্শ মঞ্চ হতে চলেছে আসন্ন এই টুর্নামেন্টটি। ভারত বনাম পাকিস্তান হাইভোল্টেজ মোকাবিলার আগে সকলেই একটু উত্তেজিত থাকেন। কিন্তু আপাতদৃষ্টিতে ভারতীয় দল চাপে থাকছে না মূলত দুটি কারণের জন্য।

india vs pakistan ac

◆ শেষ তিন সাক্ষাৎ: ভারতীয় দলকে পাকিস্তান এই ফরম্যাটে শেষবার হারিয়েছিল আজ থেকে ৬ বছর আগে। ২০১৭ চ্যাম্পিয়নস ট্রফি ফাইনালে মহম্মদ আমিরের সাধারণ বোলিংয়ে সামনে বিরাট কোহলির ভারত ভেঙে পড়েছিল তাসের ঘরের মতো। কিন্তু তারপর ২০১৮ সালের এশিয়া কাপে প্রথমে ৮ উইকেটে এবং দ্বিতীয় সাক্ষাতে ৯ উইকেটে ম্যাচ জিতেছিল ভারত। এরপর ২০১৯ সালের ওডিআই বিশ্বকাপে বৃষ্টি বিঘ্নিত ম্যাচে ৮৯ রানের ব্যবধানে জয় পেয়েছিল কোহলির ভারত। শেষ সাক্ষাতের সেই স্মৃতিগুলোই ভারতকে ভরসা জোগাতে বাধ্য।

◆ রোহিত শর্মার ফর্ম: ওডিআই ফরম্যাটে পাকিস্তানের সঙ্গে শেষ ৫ সাক্ষাতে রোহিত শর্মার যা রেকর্ড রয়েছে তা রীতিমত চমকে দেওয়ার মতো। শেষ পাঁচটি ওডিআই ম্যাচে পাকিস্তানের বিরুদ্ধে রোহিতের স্কোরগুলি যথাক্রমে ৯১ (১১৯), ০ (৩), ৫২ (৩৯), ১১১* (১১৯), ১৪০ (১১৩)। বলার প্রয়োজন পড়ে না যে তিনি পাকিস্তানের বিরুদ্ধে এই ফরম্যাটে কতটা সফল।

আরও পড়ুন: প্রথম ম্যাচেই সুপারহিট বাবর! এশিয়া কাপের মঞ্চে ভাঙলেন কোহলির বিরাট রেকর্ড

তবে আজ নেপালের বিরুদ্ধে এশিয়া কাপের প্রথম ম্যাচে পাকিস্তান যেমন দাপট দেখিয়েছে তা দেখে কিছুটা হয়তো চিন্তা বাড়তে পারে রোহিত শর্মাদের। নতুন বল হাতে ভয়ঙ্কর শাহীন শাহ আফ্রিদি এবং নাসিম শাহ। ব্যাট হাতে অসাধারণ ব্যাটিং করেছেন পাক অধিনায়ক বাবর আজম। বেকায়দায় পড়েও ম্যাচে প্রত্যাবর্তন করতে পেরেছে পাক বাহিনী। ফলে সেপ্টেম্বর মাসের দ্বিতীয় দিনে যখন দুই দল একে অপরের মুখোমুখি হবে তখন পাকিস্তানকে হালকা হবে নেওয়ার কোন উপায় থাকবে না ভারতের সামনে।

 

Avatar
Reetabrata Deb

সম্পর্কিত খবর