অযোধ্যায় ভূমি পূজন উপলক্ষে ভারত মানুষের মধ্যে এক আলাদা স্ফূর্তি দেখা যাচ্ছে। দেশের প্রধানমন্ত্রী নিজে অযোধ্যায় উপস্থিত হয়েছিলেন। আজ থেকে আনুষ্ঠানিকভাবে মন্দির নির্মানের যে কাজ শুরু হয়েছে তাতে সমাজকে বেশ সক্রিয় হতে দেখা মিলছে। শুধু ভারতেই নয়, আমেরিকা সহ পুরো বিশ্বে থাকা হিন্দুরাও এই প্রসঙ্গে পরস্পরকে শুভেচ্ছা বার্তা দিয়েছেন।
৫ আগস্টকে ভারতের জন্য একটা নতুন অধ্যায় হিসেবে দেখা হচ্ছে। তবে এর মধ্যে পশ্চিমবঙ্গের মমতা সরকারের বিরুদ্ধে গুরুতর অভিযোগ উঠেছে। অভিযোগ করা হচ্ছে, আজ বাংলায় হটাৎ করে অত্যন্ত কড়াভাবে লকডাউন লাগু করে দেওয়া হয়েছে। শুধু এই নয়, অনেক জায়গায় হিন্দুদের ধার্মিক গেরুয়া পতাকা খুলে নেওয়া ও পূজায় বাধা দেওয়ার অভিযোগও এসেছে। পুলিশের সাথে সাথে তৃণমূল কংগ্রেসের কর্মীদের বিরুদ্ধেও এমন আচরণ করার অভিযোগ উঠেছে।
পুলিশি শক্তিকে দুর্ব্যবহার করে হিন্দুদের আবেগকে দমন করেছে বলে অভিযোগ উঠেছে তৃণমূল সরকারের বিরুদ্ধে। বলা হচ্ছে, লকডাউনের দরুন হিন্দুরা বাড়িতেই ছিল কিন্তু আনন্দ প্রকাশ করতে অনেকে বাড়িতে বাড়িতে গেরুয়া পতাকা লাগিয়ে ছিল। পুলিশ সেই পতাকা খুলে ফেলা হয়েছে বলে অভিযোগ করা হয়েছে। নারায়ণপুর, কাশীপুর এলাকা থেকে তৃণমূল সরকারের বিরুদ্ধে এমন অনেক অভিযোগ উঠে এসেছে।
https://twitter.com/TheShaktiRoopa/status/1290931438389473280?s=19
মন্দিরে ঢুকেও কোনো কোনো স্থানে পুলিশ পূজা অর্চনায় বাধা দিয়েছেন বলে অভিযোগ। অবশ্য পুলিশের মতে মন্দিরে জমায়েত থাকায় এমন পদক্ষেপ নেওয়া হয়েছিল। মমতার সরকারের নির্দেশ মেনে পুলিশ অনেক স্থানে পতাকা ছিঁড়েছে এবং পুজোতে বাধা দিয়েছে বলে অভিযোগ করা হয়েছে। এ ঘটনা প্রসঙ্গে অনেকে পুলিশকে ধিক্কার জানিয়েছেন। পুলিশ কোথাও কোথাও অতি সক্রিয় হয়ে জনগণকে বলপূর্বক বাধা দিয়েছে বলে অভিযোগ করেছেন অনেকে।