বাংলা হান্ট ডেস্ক: প্রত্যেক সফল মানুষের সফলতার কঠিন লড়াইয়ের কাহিনি (Success Story) উদ্বুদ্ধ করে প্রত্যেককেই। এমতাবস্থায় বর্তমান প্রতিবেদনে আজ আমরা এমন একজন ব্যক্তির উত্তরণের কাহিনি আপনাদের সামনে উপস্থাপিত করব যেটি শুরু হয়েছিল দেশের আর্থিক রাজধানী মুম্বাই (Mumbai) থেকে। স্বপ্নপূরণের এই শহরে প্রতিদিন দেশের বিভিন্ন প্রান্ত থেকে যুবক-যুবতীরা আসেন। তাঁদের কিছুজন কঠিন লড়াইয়ের মাধ্যমে করে ফেলেন স্বপ্নপূরণও। আর সেইভাবেই মুম্বাইতে মাত্র ১০০ টাকা নিয়ে হাজির হওয়া সেদিনের এক যুবক আজ কয়েক কোটি টাকার মালিক হয়েছেন। শুধু তাই নয়, বর্তমানে ওই ব্যক্তি সুপারস্টার তথা বলিউডের বাদশা শাহরুখ খানের (Shah Rukh Khan) প্রতিবেশীও। মূলত, আজ আমরা সুভাষ রুনওয়ালের (Subhas Runwal) বিষয়ে আপনাদের জানাবো।
সুভাষ রুনওয়াল কে: উল্লেখ্য যে, সুভাষ রুনওয়ালের এখন বয়স ৮০ বছর এবং তিনি একজন রিয়েল এস্টেট উদ্যোক্তা। তিনি মুম্বাইয়ের একজন সুপরিচিত ডেভেলপার। এছাড়াও, তিনি রুনওয়াল গ্রুপের চেয়ারম্যানও। তাঁর কোম্পানি সাশ্রয়ী মূল্যের বাড়ি থেকে বিলাসবহুল বাড়ি এবং মল সবকিছু তৈরির ক্ষেত্রে কাজ করে।
২১ বছর বয়সে মুম্বাই আসেন: জীবনের শুরুতে সুভাষকে যথেষ্ট সংগ্রাম করতে হয়েছে। তিনি মহারাষ্ট্রের একটি ছোট শহর ধুলিয়া থেকে তাঁর সফর শুরু করেন। শৈশবে তাঁর পরিবারের আর্থিক অবস্থা ভালো ছিল না। তবুও, তিনি পুণে থেকে পড়াশোনা শেষ করেন এবং ২১ বছর বয়সে মুম্বাই আসেন। সুভাষ যখন মুম্বাই আসেন, তখন তাঁর কাছে ছিল মাত্র ১০০ টাকা।
আরও পড়ুন: ভারতীয় সেনায় বিপুল শূন্যপদে কর্মী নিয়োগের জন্য জারি হল বিজ্ঞপ্তি! এইভাবে করুন আবেদন
CA হওয়ার পর চাকরি: মাত্র ২১ বছর বয়সে মুম্বাই আসার সময়ে তাঁর স্বপ্ন ছিল অ্যাকাউন্টেন্ট হওয়া। পাশাপাশি, তিনি তাঁর শিক্ষা এবং যোগ্যতার ওপর ভর করে CA হন এবং আমেরিকার আর্নস্ট অ্যান্ড আর্নস্ট কোম্পানিতে CA হিসাবে কাজ শুরু করেন। কিন্তু পরবর্তীতে তিনি চাকরি ছেড়ে ভারতে ফিরে আসেন।
আরও পড়ুন: একদম সস্তায় সফর হবে RapidX-এ! সামনে এল ভাড়ার তালিকা, কবে থেকে শুরু এই ট্রেন?
থানেতে কেনেন ২২ একর জমি: আমেরিকা থেকে ফিরে তিনি রিয়েল এস্টেট ব্যবসায় প্রবেশের সিদ্ধান্ত নেন। আমেরিকায় যে টাকা সুভাষ আয় করেন তা দিয়েই তিনি এই ব্যবসা শুরু করেন। রিয়েল এস্টেট সেক্টর শুরু করতে তিনি থানেতে ২২ একর জমি কিনেছিলেন। এরপর তিনি এই ব্যবসা শুরু করেন।
প্রথম মলটি ২০০২ সালে নির্মিত হয়েছিল: তিনি সেখানে ১০ হাজার বর্গফুটের একটি বড় হাউজিং সোসাইটি গড়ে তোলেন। এরপর সুভাষ রুনওয়াল সাশ্রয়ী মূল্যে মানুষকে বাড়ি দেওয়ার জন্য জনপ্রিয় হয়ে ওঠেন। ২০০২ সালে, সুভাষ মুম্বাইয়ের মুলুন্ড এলাকায় প্রথম মল তৈরি করেন। এক্কেবারে প্রথম দিকের দিনগুলিতে, তিনি মুম্বাইতে 1 BHK-এর ফ্ল্যাটে থাকতেন। পরে তিনি শাহরুখ খানের বাংলোর মতো একটি বিলাসবহুল বাংলো কিনেছিলেন এবং বর্তমানে তিনি প্রায় ১১,৫০০ কোটি টাকার সম্পত্তির মালিক।