বাংলা হান্ট ডেস্ক: প্রতিটি সফল মানুষই তাঁদের কাঙ্ক্ষিত লক্ষ্যপূরণের জন্য করেন কঠোর পরিশ্রম এবং ভরসা রাখেন নিজের ওপর। পাশাপাশি, তাঁরা সমস্ত প্রতিবন্ধকতাকে দূরে সরিয়ে রেখেই নিজের লক্ষ্যের প্রতি অবিচল থাকেন। আর এইভাবেই তাঁরা তৈরি করেন এক অনন্য সফলতার কাহিনি (Success Story)। বর্তমান প্রতিবেদনেও আমরা ঠিক সেইরকমই এক ব্যক্তির প্রসঙ্গ উপস্থাপিত করব। যিনি দেশের একটি প্রভাবশালী ব্র্যান্ডের মালিক এবং সফল শিল্পপতিও বটে।
মূলত, আজ আমরা কারসানভাই প্যাটেলের (Karsanbhai Patel) বিষয়ে আপনাদের জানাবো। যিনি একটা সময়ে আহমেদাবাদের রাস্তায় সাইকেল চালিয়ে ডিটারজেন্ট বিক্রি করতেন। সেখান থেকেই পরিশ্রমের লড়াই জারি রেখে তিনি তৈরি করে ফেলেন নির্মা (Nirma) ব্র্যান্ড। জানিয়ে রাখি যে, কারসানভাই প্যাটেল উত্তরাধিকারসূত্রে কোনো ব্যবসায়ী বা ধনী পরিবারের অন্তর্ভুক্ত ছিলেন না। তিনি ১৯৪৫ সালে গুজরাটের পাটান জেলায় জন্মগ্রহণ করেছিলেন। আর সেখান থেকেই তিনি দেখতে শুরু করেছিলেন সাফল্যের স্বপ্ন।
আজ কারসানভাই প্যাটেল শুধু একটি নাম নয়। তিনি নির্মা গ্রুপের প্রতিষ্ঠাতাও। পাশাপাশি, তাঁর ব্যবসার প্রসার সিমেন্ট থেকে শুরু করে ডিটারজেন্ট, সাবান, প্রসাধনী শিল্পেও ছড়িয়ে পড়েছে। এছাড়া, তিনি শিক্ষাক্ষেত্রেও বিভিন্ন কাজ করেছেন। ১৯৬০-এর দশকে ল্যাব সহকারী হিসেবে তিনি তাঁর কর্মজীবন শুরু করেন এবং তারপরে নিউ কটন মিলসে চাকরি পান। এরপরে, তিনি গুজরাট সরকারের ভূতত্ত্ব এবং খনি বিভাগে একটি ভালো চাকরিও পেয়েছিলেন। তবে, তিনি চাইতেন অন্যরকম কিছু করতে।
আরও পড়ুন: “৪ বছরের মধ্যেই ভারত…” বিরাট ঘোষণা RBI-র ডেপুটি গভর্নরের, শুনে লাফাবেন আপনিও
এই কারণেই ১৯৬৯ সালে, তিনি একটি বড় পদক্ষেপ নিয়েছিলেন। কারসানভাই চাকরি ছেড়ে দিয়ে ডিটারজেন্ট ব্যবসা শুরু করেন। এমতাবস্থায়, তাঁর প্রাথমিক কারখানার ভিত্তিপ্রস্তর স্থাপিত হয় বাড়ির আঙিনায়। শুরুতে তাঁকে বিভিন্ন প্রতিকূলতার সম্মুখীন হতে হয়েছে। কিন্তু তিনি পরাজয় মানতে চান নি। কারসানভাই দ্রুত ডিটারজেন্ট শিল্পে বিপ্লব ঘটাতে শুরু করেন। সেইসময় ডিটারজেন্টের দাম ১০ থেকে ১৫ টাকা হলেও তিনি প্রতি কেজি মাত্র ৩ টাকা দরে বিক্রি শুরু করে। আর এভাবেই আসে সাফল্য।
আরও পড়ুন: মুকেশ আম্বানির চেয়ে ৯ কোটি টাকা বেশি বেতন পান রিলায়েন্সের এই কর্মী, তাঁর পরিচয় অবাক করবে
জানিয়ে রাখি যে, প্রথমে নির্মা ব্র্যান্ডের নাম কারসানভাই তার মেয়ে নিরুপমার নামে রেখেছিলেন। ধীরে ধীরে তিনি আহমেদাবাদে তার উদ্যোগের জন্য একটি ছোট দোকান স্থাপন করেন। শীঘ্রই নির্মা ব্র্যান্ডের প্রভাব গুজরাট ও মহারাষ্ট্র ছাড়িয়ে সারা দেশে ছড়িয়ে পড়তে শুরু করে। সমস্ত কোম্পানিকে টক্কর দিয়ে ১৯৯০ সালের মধ্যে, নির্মা ভারতে সর্বাধিক বিক্রিত ডিটারজেন্ট হয়ে ওঠে।
আজ, কারসানভাই প্যাটেল সাফল্যের একটি দৃঢ় প্রতীক হয়ে রয়েছেন। ২০২৩ সালের মে পর্যন্ত, তাঁর মোট সম্পদের পরিমাণ হল প্রায় ২.৭ বিলিয়ন ডলার (প্রায় ২২,০৭০ কোটি টাকা)। তিনি ফোর্বসের বিলিয়নেয়ারদের তালিকায় এবং ভারতের সবচেয়ে ধনী ব্যক্তিদের তালিকাতেও গুরুত্বপূর্ণ স্থান অর্জন করেছেন। ২০১০ সালে, সমাজে তাঁর অসামান্য অবদানের জন্য কারসানভাই পদ্মশ্রী পুরস্কারে সম্মানিত হন।