বাংলা হান্ট নিউজ ডেস্কঃ তার বয়স বর্তমানে ৩৮ বছর। কেরিয়ারের একদম শেষ প্রান্তে এসে পৌঁছেছেন তিনি। কিন্তু তার ফুটবল খেলায় এখনো ধার কমেনি। আজও ভারতীয় দলের (Indian Football Team) একাধিক তরুণ প্রতিভার উপস্থিতি সত্ত্বেও আসল ভরসার নাম সুনীল ছেত্রী (Sunil Chhetri)। দলের প্রয়োজনে নিয়মিত গোল করে কঠিন পরিস্থিতি থেকে সকলকে রক্ষা করছেন ভারতীয় অধিনায়ক।
কিন্তু এমনটা আর কতদিন। আর কতদিন শরীর এভাবে টানতে পারবে সুনীল ছেত্রীকে? কবে নিজের বুটজোড়া চিরদিনের মত তুলে রাখবেন তিনি? চলতি সাফ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে যোগ্যতা অর্জন করার পর ভারতীয় অধিনায়ককে এই প্রশ্নের সামনে পড়তে হয়েছিল। তখন তিনি জানান যে তার বাড়ির সদস্যরাও এই প্রশ্ন করে তাকে বিব্রত করার চেষ্টা করে। কিন্তু তখন তিনি নিজের পরিসংখ্যান দেখিয়ে সকলকে চুপ করিয়া বুঝিয়ে দেন যে এখনো তিনি ফুরিয়ে যাননি।
এর আগে ইন্টারকন্টিনেন্টাল কাপের চার ম্যাচে তিনি মাত্র দু গোল করতে পেরেছিলেন। কিন্তু সাফ কাপে তিনি অসাধারণ ছন্দে রয়েছেন। গ্রুপ পর্বের তিন ম্যাচ একটি হ্যাটট্রিক সহ ৫ গোল করে ফেলেছেন তিনি। পাকিস্তানের বিরুদ্ধে হ্যাটট্রিক ছাড়াও নেপাল ও কুয়েতের বিরুদ্ধে ও তার বুট থেকে গোল এসেছে।
সুনীল নিজের স্বীকার করে নিয়েছেন যে তিনি আর খুব বেশি দিনের যাত্রী নন ভারতীয় দলে। ৬ মাস পরে হোক বা এক বছর পরে, একদিন এমন পরিস্থিতি আসবে, যখন তাকে বাধ্য হয়েই সরে যেতে হবে। কিন্তু এখন সেইসব নিয়ে চিন্তিত নন তিনি। তিনি বর্তমানে আগামী ১০ দিনের লক্ষ্য স্থির করে এগিয়ে চলেন। আপাতত তার পরের লক্ষ্য সেমিফাইনালে লেবাননের বিরুদ্ধে ম্যাচ। প্রতিপক্ষই তাদের শক্তি ও দুর্বলতা গুলি সম্পর্কে খুব ভালো করে জানেন। ইন্টারকন্টিনেন্টাল কাপ ফাইনালে ভারত বাজি মারলেও লেবাননকে হালকাভাবে নেওয়ার কোন উপায় নেই সাফ সেমিফাইনালে।
তিনি জানিয়ে দিয়েছেন যেদিন থেকে তিনি দেখবেন, আগের মতো দলের কাজে লাগতে পারছেন না, দলের প্রয়োজনে গোল করতে পারছেন না, পা আর আগের মত গতি তুলতে সাহায্য করতে পারছে না, চতুর মুভমেন্টে বিপক্ষকে বোকা বানাতে পারছেন না, তিনি নিজে থেকেই ভারতীয় জলের জার্সির তুলে রেখে তার জায়গাটা ছেড়ে দেবেন নতুন কাউকে।