রবিবারের আলস‍্য কাটাতে হাজির ‘বেবি ডল’, ভাইরাল লাস‍্যময়ী সানির নতুন ছবি

Last Updated:

বাংলাহান্ট ডেস্ক: নীল ছবির দুনিয়া ছেড়ে অনেক আগেই বলিউডে প্রবেশ করেছেন সানি লিওন (Sunny Leone)। প্রথম ছবি ‘জিসম টু’তেই সিনেপ্রেমীদের মধ্যে তোলপাড় ফেলে দিয়েছিলেন। তারপর একে একে আরও ছবি, আইটেম গান, রিয়েলিটি শো সবেতেই নিজের ‘জলবা’ দেখিয়েছেন তিনি।
বলিউডে তিনি পরিচিত বেবি ডল নামে। খুব কম সময়ের মধ্যেই বলিউডে জাঁকিয়ে বসেছেন সানি লিওন। ইতিমধ্যেই বেশ কয়েকটি জনপ্রিয় আইটেম গানে দেখা গিয়েছে তাঁকে। ঝুলিতে রয়েছে একাধিক ছবিও।


তবে এখন বাড়িতে বসে থাকা ছাড়া আর কোনও কাজ নেই সানির। কারন বাইরে চলছে করোনা আতঙ্ক। মানুষ যাতে সামাজিক দূরত্ব মেনে চলে তার জন‍্য গোটা দেশেই ১৪ এপ্রিল পর্যন্ত লকডাউনের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। জরুরি পরিষেবা ছাড়া বন্ধ রয়েছে সবই। তাই তারকারাও ঘরে বসে বুঁদ হয়েছেন পুরোনো স্মৃতিচারনে।

https://www.instagram.com/p/B-y-N_vDu0j/?igshid=1oefp6ril09pn

তবে সানি সম্পূর্ণ আলাদা ভাবেই কাটাচ্ছেন এই কোয়ারান্টাইনের সময়টা। সম্প্রতি ‘লকড আপ উইথ সানি’ নামে একটি অনুষ্ঠান শুরু করেছেন তিনি। বিভিন্ন তারকার সঙ্গে লাইভ চ‍্যাট করেন তিনি ওই শোয়ে। সেই সঙ্গে নিত‍্যনতুন ফটোশুটের ছবি শেয়ার তো রয়েছেই। আগেকার ফটোশুটেরই অদেখা ছবি এখন শেয়ার করছেন সানি।

https://www.instagram.com/p/B-1oRTMDPBT/?igshid=1phw38xf83ys

সম্প্রতি আরও বেশ কয়েকটি ফটোশুটের ছবি শেয়ার করেছেন সানি। আবারো বিকিনি পরেই ছবি শেয়ার করেছেন তিনি। সঙ্গে ক‍্যাপশনে লিখেছেন, ‘রবিবার, যেদিন কিছুই করার থাকে না। কিন্তু এখন রোজই রবিবার।’ মাত্র কিছুক্ষণের মধ‍্যেই ৫০ হাজার ছাড়িয়ে গিয়েছে লাইকের সংখ‍্যা। বিভিন্ন পোজে বেশ কয়েকটি ছবি তুলেছেন সানি।

https://www.instagram.com/p/B-4FsiZjLc4/?igshid=3xrkdmrv55o7

সানির অন‍্যান‍্য ছবির মতো এই ছবিটিও তুলেছেন ডাবু রত্নানি। এখন বাড়ি বসেই একের পর এক ফটোশুটের ছবি শেয়ার করছেন সানি।

সম্পর্কিত খবর

X