স্ট্রংরুম থেকে ফাঁস প্রশ্নপত্র! NEET দুর্নীতি কীভাবে হয়েছিল? সব ফাঁস করল CBI, তোলপাড় দেশ!

বাংলা হান্ট ডেস্কঃ নিটের প্রশ্নফাঁস কাণ্ড নিয়ে দীর্ঘদিন ধরে উত্তাল দেশ। সেই জল গড়িয়েছে রাজনীতির আঙিনা, আদালত অবধি। সংসদে বিরোধীরাও এই নিয়ে সুর চড়িয়েছেন। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি পর্যন্ত তোলা হয়েছে। কীভাবে এই প্রশ্নফাঁস হয়েছিল এবার সুপ্রিম কোর্টে (Supreme Court) তা জানিয়ে দিল সিবিআই।

নিট কাণ্ডে সুপ্রিম কোর্টে (Supreme Court) চাঞ্চল্যকর তথ্য ফাঁস করল কেন্দ্রীয় এজেন্সি

মঙ্গলবার দেশের সর্বোচ্চ আদালতে CBI জানায়, ঝাড়খণ্ডের হাজারিবাজের একটি পরীক্ষাকেন্দ্র থেকে নিটের প্রশ্নফাঁস হয়েছে। কীভাবে পরীক্ষাকেন্দ্রের স্ট্রংরুমে ‘মাস্টারমাইন্ড’ পঙ্কজ কুমার ওরফে আদিত্য ঢুকেছিলেন, কীভাবে প্রশ্নফাঁস হয়েছিল, এদিন সবটা আদালতে জানায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।

   

CBI-র দাবি, নিট পরীক্ষার দিন হাজারিবাগের ওয়েসিস বিদ্যালয় থেকে প্রশ্নফাঁস হয়েছিল। ওই বিদ্যালয়ও একটি পরীক্ষাকেন্দ্র ছিল। ইতিমধ্যেই সংশ্লিষ্ট স্কুলের প্রিন্সিপাল এহসানুল হোক এবং পরীক্ষাকেন্দ্রের সুপারিটেন্ডেন্ট ইমতিয়াজ আলমকে গ্রেফতার করে হেফাজতে নেওয়া হয়েছে। দু’জনের কেউই অবশ্য কোনও অভিযোগ স্বীকার করেননি।

আরও পড়ুনঃ ফ্রি চাল-গম অতীত! এবার গুনতে হবে টাকা? বাজেটে রেশন নিয়ে বিরাট ঘোষণা অর্থমন্ত্রীর

মঙ্গলবার সুপ্রিম কোর্টে (Supreme Court) কেন্দ্রীয় এজেন্সি দাবি করে, অর্থের বিনিময়ে নিটের প্রশ্নফাঁস করেছেন এহসানুল এবং ইমতিয়াজ। CBI-র কাছে ওই পরীক্ষাকেন্দ্রের ফুটেজ রয়েছে বলেও জানানো হয়। ওই ফুটেজে দেখা যাচ্ছে, স্ট্রংরুমের সামনের দরজা তালাবন্ধ ছিল। সেই চাবি ছিল সুপারিটেন্ডেন্টের কাছে। তবে স্ট্রংরুমে প্রবেশের জন্য পিছনের দিকে আরও একটি ছোট দরজা ছিল। সেই দরজার জেনেশুনে দুই অভিযুক্ত খুলে রেখেছিলেন।

পরীক্ষার দিন সকাল ৭:১২ নাগাদ বিদ্যালয়ে ঢোকেন পঙ্কজ। এরপর স্ট্রংরুমের পাশের স্টাফরুমে তিনি অপেক্ষা করতে থাকেন। ৭:৫৩ মিনিটে স্ট্রংরুমের পাশের দরজায় তালা দেওয়া হয়। এর ঠিক মিনিট নয়েকের মাথায় পিছনের ছোট দরজা দিয়ে সেখানে ঢোকেন পঙ্কজ। ৯:২৩ নাগাদ সেখান থেকে বেরিয়ে যান। CBI-র দাবি, স্ট্রংরুমে ঢুকে নিটের প্রশ্নপত্রের (NEET Row) ছবি তুলে কাউকে পাঠিয়েছিলেন পঙ্কজ। এরপর সেই ব্যক্তি তা সলভার গ্যাংয়ের কাছে পাঠিয়ে দেয়। সলভার গ্যাং ঝটপট সকল প্রশ্নের উত্তর লিখে নেয়।

Supreme Court

এদিন সুপ্রিম কোর্টের (Supreme Court) প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় জানতে চান, ফাঁস হওয়া প্রশ্ন কতগুলি কেন্দ্রে পাঠানো হয়েছিল? জবাবে CBI জানায়, এখনও অবধি বিহার এবং পাটনার চার জায়গায় পাঠানোর কথা তারা জানতে পেরেছে। এদিন কেন্দ্রীয় এজেন্সির হয়ে শীর্ষ আদালতে সওয়াল করলেন সলিসিটর জেনারেল তুষার মেহতা। তিনি বলেন, নিটের প্রশ্নফাঁসের জন্য ১৫৫ জন পরীক্ষার্থী লাভবান হয়েছেন। তাঁদের মধ্যে হাজারিবাগের রয়েছেন ১২৫ জন এবং পাটনার ৩০ জন।

Sneha Paul
Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

সম্পর্কিত খবর