বাংলা হান্ট ডেস্ক: এবার সুপ্রিম কোর্টে (Supreme Court) বড় ধাক্কা খেলেন তৃণমূল (TMC) নেতা অনুব্রত মণ্ডল (Anubrata Mondal)। দিল্লি হাইকোর্টের পর এবার শীর্ষ আদালতেও মিলল না জামিন। বুধবার প্রভাবশালী তত্ত্ব দিয়ে জামিনের বিরোধিতা করে সিবিআই (CBI)। আর সেই তত্ত্বেই সিলমোহর দেয় দেশের শীর্ষ আদালত।
জামিন না মেলায় এবারের পুজোটাও (Durga Puja) জেলেই কাটাতে হবে অনুব্রত মণ্ডলকে। প্রসঙ্গত ২০২২ সালের আগস্ট মাসে বীরভূমের তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডলকে গরুপাচার মামলায় গ্রেফতার করেছিল সিবিআই। প্রথমে আসানসোল সিবিআই আদালতে এই মামলা চলে। সেখানেই সংশোধনাগারে বন্দি ছিলেন তৃণমূল নেতা। এরপর তিহার জেলে দিল্লিতে নিয়ে আসা হয় অনুব্রতকে। সেখানেই আপাতত বন্দি রয়েছেন তিনি। তাঁকে গ্রেপ্তার করে ইডিও।
এদিকে দীর্ঘদিন ধরে জামিন পাওয়ার জন্য মরিয়া চেষ্টা চালাচ্ছেন অনুব্রত। কখনও রাউস অ্যাভিনিউ কোর্ট, আবার কখনও দিল্লি হাইকোর্ট (Delhi High Court), কিন্তু কোনও আদালতেই স্বস্তি মেলেনি তৃণমূল নেতার। সম্প্রতি সুপ্রিম কোর্টেও জামিনের আবেদন করেন তিনি। কিন্তু বুধবার সেই মামলা শুনানিতে সিবিআইয়ের আইনজীবী এস ভি রাজু জামিনের বিরোধিতা করেন। সওয়াল জবাব চলাকালীন তিনি বলেন, ‘অনুব্রত প্রভাবশালী, জেল থেকে বাইরে বেরোলে যা ইচ্ছে তাই করবে। ক্ষতি হবে তদন্তে। ও বিচারপতিদেরও হুমকি দিচ্ছে।’
যদিও পাল্টা আদালত বলে, অনন্তকাল ধরে তদন্ত চলতে পারে না। চার সপ্তাহ বাদে আমরা বিষয়টি ফের খতিয়ে দেখব। এরপর শুনানি শেষে বিচারপতি অনিরুদ্ধ বসু এবং বেলা এম ত্রিবেদী সিবিআইকে কাউন্টার হলফনামা দাখিল করা নির্দেশ দেন। এই মামলার পরবর্তী শুনানি হবে চার সপ্তাহ পর। ততদিন পর্যন্ত জেলেই থাকতে হবে অনুব্রতকে। যার ফলে পুজোর আগে বাড়ি ফেরার সম্ভাবনা আর রইল না তৃণমূল নেতার।