ভারত অধিনায়ক হিসাবে মহেন্দ্র সিং ধোনির অনেক সাফল্য রয়েছে। টি-টোয়েন্টি বিশ্বকাপ হোক কিংবা ওয়ানডে বিশ্বকাপ কিংবা আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি তিনটি ক্ষেত্রেই ভারতকে ট্রফি এনে দিয়েছেন মহেন্দ্র সিং ধোনি। একমাত্র অধিনায়ক হিসেবে ভারতকে তিনটি ক্ষেত্রেই ট্রফি এনে দেওয়ার নজির রয়েছে মহেন্দ্র সিং ধোনির।
ধোনির পরবর্তীকালে ভারতীয় দলের অধিনায়ক হয়েছেন বিরাট কোহলি। ধোনির উত্তরসূরি হিসাবে যথেষ্ট সাফল্য পাচ্ছেন বিরাট কোহলি। বিরাটের নেতৃত্বে ভারতীয় দল যথেষ্ট সাফল্য পেয়েছে তবে এখনো পর্যন্ত কোন বড় ট্রফি জেতা হয়নি বিরাট কোহলির টিম ইন্ডিয়ার। এরই মধ্যে ভারতীয় ব্যাটসম্যান সুরেশ রায়না দাবি করলেন যে, ধোনির ছায়া রয়েছে রোহিত শর্মার মধ্যে। রোহিত শর্মা হয়ে উঠতে পারেন পরবর্তী ধোনি।
এই মুহূর্তে ভারতীয় ক্রিকেট দলে সহ অধিনায়কের ভূমিকা পালন করেন রোহিত শর্মা। তবে যখনই তিনি সুযোগ পেয়েছেন সেটাকে ভালো ভাবে কাজে লাগিয়েছেন। সেই কারণেই রোহিত শর্মার মধ্যে ধোনি হয়ে উঠার প্রতিভা দেখতে পাচ্ছেন সুরেশ রায়না।