বাংলা হান্ট নিউজ ডেস্ক: শ্রীলঙ্কার বোলারদের নিয়ে কার্যত ছেলেখেলা করলেন সূর্যকুমার যাদব। একাধিক স্কুপ, স্লগ, ইনসাইড আউট শট খেলে মাত্র ৪৫ বলে পূর্ণ করলেন নিজের তৃতীয় টি-টোয়েন্টি শতরান। গতবছর যেখানে শেষ করেছিলেন, এই বছর যেন ঠিক সেখান থেকেই শুরুকরেছেন ভারতীয় টি-টোয়েন্টি দলের নতুন সহ অধিনায়ক।
যদিও আজকে ভারতীয় ইনিংসের শুরুটাই হয়েছিল আগ্রাসী ভঙ্গিতে। ঈশান কিষান আউট হওয়ার পর অত্যন্ত ভালো ব্যাটিং করছিলেন রাহুল ত্রিপাঠি। ১৬ বলে ৩৫ রান করে দুর্ভাগ্যবশত তিনি আউট হন। এরপর শুভমান গিল এবং সূর্যকুমার যাদবের মধ্যে ১১১ রানের একটি পার্টনারশিপ হয়।
যদি ওই পার্টনারশিপের শুভমান গিলের ভূমিকা ছিল খুবই সামান্য। তিনি শুধু স্ট্রাইক তুলে দিচ্ছিলেন সূর্যকুমার যাদবের হাতে এবং তার ব্যাটের হাত থেকে রেহাই পাচ্ছিলেন না কোন শ্রীলঙ্কান বোলার। পরে শুভমান গিল ৩৬ বলে ৪৬ রান করে আউট হয়ে গেলেও সূর্যের দাপট কমেনি। পেসার থেকে শুরু করে স্পিনার সবাইকে একই ভঙ্গিতে গ্যালারিতে পাঠাচ্ছিলেন তিনি।
এরপর হার্দিক পান্ডিয়া এবং দীপক হুডা মাঠে নেমে বড় শট খেলার চেষ্টা করতে গিয়ে আউট হন কিন্তু তাতে সূর্যকুমার যাদবের কোন ভ্রুক্ষেপ ছিল না। তিনি নিজের কাজটা করে যাচ্ছিলেন এবং শেষ তিন ওভারে তাকে সঙ্গ দিতে আসেন ফর্মে থাকা অক্ষর প্যাটেল। তিনিও প্রথম বল থেকেই শ্রীলঙ্কান বোলারদের ব্যাকফুটে ঠেলে দেন। ১৮ ওভারে ২০০ রানের গন্ডি অতিক্রম করে যায় ভারত।
শেষপর্যন্ত ৯ বলে ২১ রান করে অপরাজিত থাকেন অক্ষর। ৫১ বলে ৯টি ছক্কা ও ৭টি চার সহ ১১২ রান করেন সূর্যকুমার যাদব। শ্রীলঙ্কার সামনে ভারতীয় দল জয়ের জন্য ২২৯ রানের লক্ষ্য রেখেছে।