সুশান্ত ও সারার সম্পর্ক নিয়ে বড় তথ্য প্রকাশ করলেন ফার্মহাউসের ম্যানেজার !

Published On:

বাংলাহান্ট ডেস্ক: সারা আলি খানের (sara ali khan) প্রেমে পড়েছিলেন সুশান্ত সিং রাজপুত (sushant singh rajput)। মনের কথা বলে দেবেন বলেও ঠিক করেছিলেন। সম্প্রতি এমনই চাঞ্চল‍্যকর তথ‍্য সামনে আসল। মুখ খুললেন সুশান্তের লোনাভলা ফার্ম হাউসের ম‍্যানেজার রইস।

সম্প্রতি এক সংবাদ মাধ‍্যমকে সুশান্ত ও সারার সম্পর্কে এই গোপন তথ‍্য জানিয়েছেন তিনি। তাঁর কথায়, “সারা ম‍্যামকে প্রেম নিবেদন করার কথা ঠিক করে ফেলেছিলেন সুশান্ত স‍্যর। বেড়াতে যাওয়ার সময়ই তা করতেন তিনি। সারা ম‍্যামকে উপহার দেওয়ার জন‍্য বিশেষ কিছু অর্ডারও দিয়েছিলেন সুশাত স‍্যর। কিন্তু শেষ পর্যন্ত ঘুরতে যাওয়া বাতিল হয়ে যায়। পরে ২০১৯ এর ফেব্রুয়ারি মার্চে আরেকবার ঘুরতে যাওয়ার কথা ছিল তাঁদের। কিন্তু সেটাও আর হয়না। তারপর শুনলাম সারা ম‍্যাম ও সুশান্ত স‍্যরের বিচ্ছেদ হয়ে গিয়েছে। ফার্ম হাউসেও আর আসতেন না সারা ম‍্যাম।”


রইস জানান, সুশান্ত ও সারা প্রায়ই একসঙ্গে ফার্ম হাউসে কয়েকদিন কাটিয়ে যেতেন। ২০১৮ সাল থেকে সুশান্তের ফার্ম হাউসে যাতায়াত শুরু করেন সারা। এমনকি থাইল‍্যান্ড ট্রিপের পরেও নাকি তাঁরা ওই ফার্ম হাউসেই এসে উঠেছিলেন বলে জানা যায়।

ফার্ম হাউসের ম‍্যানেজার আরও জানান, সুশান্তের দুই বন্ধুকে সারাকে অভিনেতার প্রেম নিবেদন করার বিষয়ে বলতে শুনেছিলেন তিনি। তবে সেটা প্রেম প্রস্তাব ছিল কিনা সেই বিষয়ে নিশ্চিত নন তিনি।

প্রসঙ্গত, এর আগেই সুশান্ত ও সারার সম্পর্কের কথা জানিয়েছিলেন সুশান্তের বন্ধু স‍্যামুয়েল হাওকিপ। নিজের ইনস্টাগ্রাম হ‍্যান্ডেলে তিনি লেখেন, ‘কেদারনাথের প্রোমোশনের কথা মনে আছে আমার। সুশান্ত ও সারা একে অপরের প্রেমে মজে ছিল। ওদের আলাদা করা যেত না। এত পবিত্র ও শিশুর মতো সরল ভালবাসা ছিল। একে অপরের প্রতি এত শ্রদ্ধা ছিল ওদের যা এখনকার সম্পর্কে দেখাই যায় না।’

তিনি আরও লেখেন, ‘সুশান্তের পাশাপাশি তাঁর পরিবার, বন্ধু এমনকি কর্মচারীদের জন‍্য শ্রদ্ধা ছিল সারার। আমার মনে হয় সোনচিড়িয়ার বক্স অফিস কালেকশন দেখার পরই সুশান্তের সঙ্গে সারার বিচ্ছেদের সিদ্ধান্তের পেছনে নিশ্চয়ই কোনও বলিউড মাফিয়ার হাত রয়েছে।’

সম্পর্কিত খবর

X