‘সময়ের চাকা ঘুরছে…’, শাহজাহানের হাতে খুন বাবা, উচ্চমাধ্যমিকে ৪৮৩ পাওয়া প্রীতমের পাশে শুভেন্দু

বাংলা হান্ট ডেস্কঃ বিগত প্রায় তিন বছর ধরে সন্দেশখালি ছাড়া প্রীতম মণ্ডল এবং তাঁর পরিবার। অভিযোগ, শেখ শাহজাহান (Sheikh Shahjahn) এবং তাঁর শাগরেদদের হাতে খুন হয়েছিলেন প্রীতমের বাবা প্রদীপ মণ্ডল। বাবার স্বপ্ন ছিল, ছেলেরা অনেক বড় হোক। বাবা না থাকলেও তাঁর সেই স্বপ্ন পূরণের দিকে আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে প্রীতম (Pritam Mondal) এবং তাঁর ভাই। এবার তাঁর পরিবারের পাশে দাঁড়ানোর বার্তা দিলেন রাজ্যের বিরোধী দলনেতা তথা বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)।

বৃহস্পতিবার নিজের এক্স হ্যান্ডেলে একটি দীর্ঘ পোস্ট করেন বিজেপি (BJP) নেতা। সেখানে লেখেন, ‘সন্দেশখালি ন্যাজাট থানার ভাঙ্গিপাড়াতে ২০১৯ সালের ৮ জুন শাহজাহান শেখ খুন করে ৩ বিজেপি নেতাকে- প্রদীপ মণ্ডল, সুকান্ত মণ্ডল ও দেবদাস মণ্ডলকে। মৃতদের পরিবারের তরফ থেকে ন্যাজাট থানায় অভিযোগ দায়ের হয়। শাহজাহানের নাম দিয়েই অভিযোগ করা হয়েছিল। পরে মামলা সিআইডি হাতে নেয়। আদালতে যখন চার্জশিট পেশ হয়, তখন দেখা যায় যে পুলিশ মন্ত্রীর অঙ্গুলিহেলনে শাহজাহানের নামটিই বাদ দেওয়া হয়েছে’।

শুভেন্দুর দাবি, একুশ সালে ভোট পরবর্তী হিংসার শিকার হতে হয় প্রয়াত প্রদীপের পরিবারকে। তাঁদের বাড়িতে হামলা চালানো হয়, ভাঙচুর করা হয় দোকান। সব কিছু লুটপাট করে নেওয়া হয়। সেই থেকে গ্রামছাড়া প্রদীপের স্ত্রী পদ্মা এবং দুই ছেলে। স্বামীর মৃত্যুর পর দুই ছেলের ভবিষ্যতের কথা ভেবে সন্দেশখালি ছেড়ে বেরিয়ে আসেন তিনি। বর্তমানে আর্থিক অনটনের মধ্যে সংসার চলছে তাঁদের। ভিটে মাটি ছেড়ে কষ্টের মধ্যেই দিন কাটাচ্ছেন তাঁরা।

আরও পড়ুনঃ ভোটের আগেই ধামাকা! অর্জুনের হাত ধরে BJP-তে যোগ ৩০০ তৃণমূল কর্মীর, মাথায় বাজ পার্থর

এরপরেই প্রীতমকে আশীর্বাদ করে এবং তাঁর পরিবারের পাশে দাঁড়ানোর বার্তা দিয়ে শুভেন্দু লেখেন, ‘নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন থেকে এবার উচ্চ মাধ্যমিক দিয়েছিল প্রদীপবাবুর বড় ছেলে প্রীতম মণ্ডল। এত প্রতিকূলতার মধ্যে উচ্চ মাধ্যমিকে ৪৮৩ নম্বর পেয়ে সবাইকে অবাক করে দিয়েছে প্রীতম। তাঁর লক্ষ্য হল আইপিএস অফিসার হওয়া। ইউপিএসসি নিয়ে প্রস্তুতি নিতে চায়’।

Suvendu Adhikari Pritam Mondal

শুভেন্দুর সংযোজন, ‘আমি অনেক অনেক আশীর্বাদ করছি প্রীতমকে। জীবনে অনেক বড় হও। প্রীতমের মা পদ্মাদেবীকে আশ্বস্ত করতে চাই, আপনাদের পরিবারের পাশে বিজেপি পরিবার সর্বদা রয়েছে। আপনাদের লড়াই, সংগ্রামকে কুর্নিশ জানাই। আজ যারা প্রশ্ন করার ঔদ্ধত্য দেখায়, যে কি করেছে শাহজাহান শেখ, তাঁদের পরিণতিও শাহজাহান শেখের মতোই হবে। শুধু সময়ের অপেক্ষা, সময়ের চাকা ঘুরছে…’।

Sneha Paul
Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

সম্পর্কিত খবর