বাংলা হান্ট ডেস্ক : বিধানসভায় ফের বৈঠকে বসতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) এবং রাজ্যের বিরোধী দললেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। জানা যাচ্ছে, আগামী বুধবার দুপুর সাড়ে ১২টার সময় মুখ্যমন্ত্রীর ঘরেই বসবে সেই বৈঠক। রাজ্যের মুখ্য তথ্য কমিশনার নিয়োগ করার জন্য আলোচনা হবে সে দিন। বৈঠকে হাজির থাকবেন রাজ্যের পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়ও।
প্রোটোকল অনুযায়ী, রাজ্যের মুখ্য তথ্য কমিশনার নিয়োগের জন্য মুখ্যমন্ত্রী, বিরোধী দলনেতা এবং পরিষদীয় মন্ত্রীকে বসতে হয় বৈঠকে। সেই নিয়ম মেনেই আগামী বুধবার বিধানসভায় বৈঠক বসবে। গত ছ’মাসেরও বেশি সময় ধরে এই পদটি খালি পড়ে রয়েছে। চলতি বছর ১৫ জন এই পদের জন্য আবেদন করেছেন। চার জন বয়সজনিত কারণে বাদ গিয়েছেন। ১১ জনের মধ্যে এক জনকে বাছাই করা হবে। তাঁদের মধ্যে রয়েছেন প্রাক্তন আমলা এবং পুলিশ কর্তারা। খাদ্যভবনে রয়েছে মুখ্য তথ্য কমিশনারের দফতর। নিয়োগের পর সেখানেই বসবেন নতুন কমিশনার।
গত বছরও মুখ্য তথ্য কমিশনার বাছাইয়ের জন্য নবান্নে বৈঠক ডেকেছিলেন মু্খ্যমন্ত্রী। কিন্তু সে বার বৈঠকে হাজির হননি বিরোধী দলনেতা শুভেন্দু। তার পর ২০২২ সালের ২৫ নভেম্বর মুখ্যমন্ত্রীর ঘরে গিয়ে সৌজন্য সাক্ষাৎ করেছিলেন শুভেন্দু। সেখানে কিছু ক্ষণ কথা হয়েছিল দু’জনের। এর পর এ বছর বিধানসভায় আবার বাজেট অধিবেশনের সময় বৈঠকে বসতে চলেছেন মুখ্যমন্ত্রী এবং রাজ্যের বিরোধী দলনেতা।
সূত্রে খবর, আগামী বুধবার দুপুর ২টোয় বিধানসভায় বাজেট পেশ করা হবে। তার আগে দুপুর ১টায় মন্ত্রিসভার সঙ্গে বৈঠকে বসবেন মুখ্যমন্ত্রী। ওই বৈঠকের আগেই হবে রাজ্যের বিরোধী দলনেতার সঙ্গে নিয়োগ সংক্রান্ত বৈঠক। সেদিনই সন্ধ্যাবেলা মুখ্যমন্ত্রী দু’দিনের জঙ্গলমহল সফরের জন্য চলে যাবেন বলে জানা যাচ্ছে। রাজ্যের মুখ্য তথ্য কমিশনারের পদে সর্বশেষ ছিলেন রাজ্যের প্রাক্তন মুখ্যসচিব বাসুদেব বন্দ্যোপাধ্যায়।
সম্প্রতি রাজ্য এই পদ পূরণে উদ্যোগী হয়। যে ১৫ জন এই পদের জন্য আবেদন করেন, তাঁদের মধ্যে রয়েছেন প্রাক্তন মুখ্যসচিব রাজীব সিনহা। খাদ্যসচিবের পদ থেকে অবসর নেওয়ার পর সরকারি সংস্থা রাজ্য শিল্প উন্নয়ন নিগমের চেয়ারম্যান হন তিনি। এখন রাজীব, রাজ্য শিল্প পরিকাঠামো উন্নয়ন নিগমের চেয়ারম্যান। সেই পদে থাকাকালীনই তিনি রাজ্যের মুখ্য তথ্য কমিশনার পদের জন্য আবেদন করেছেন।