‘পুলিসকে নিষ্ক্রিয় করে রাম নবমীর হিংসা চালানো হয়’, বঙ্গীয় হিন্দু সেনার সমাবেশে বিস্ফোরক শুভেন্দু

বাংলা হান্ট ডেস্ক : আজ ইছাপুরে অনুষ্ঠিত হল বঙ্গীয় হিন্দু সেনার(Bangiya Hindu Sena) প্রথম সমাবেশ। একাধিক হিন্দুত্ববাদী নেতার সঙ্গে একই মঞ্চে উপস্থিত ছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও (Suvendu Adhikari)। এদিনের সমাবেশ থেকেই একাধিক বিষয়ে বিস্ফোরক বক্তব্য রাখেন নন্দীগ্রামের বিধায়ক। একাধিক বিষয়ে রীতিমতো তুলোধোনা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও (Mamata Banerjee)।

কী বললেন শুভেন্দু? এদিন শুভেন্দুর বক্তৃতার প্রথমেই উঠে আসে রাম নবমীর হিংসার কথা। তিনি বলেন, ‘রাম নবমীর দিন মিথ্যা মামলায় আক্রান্ত হয়ে গ্রেফতার হওয়া, এবং পরবর্তী কালে আইনি লড়াইয়ে মুক্ত হওয়া ব্যক্তিবর্গকে সম্মান জানাচ্ছি। আমরা সকলেই স্বামী বিবেকানন্দের অনুরাগী। স্বামী বাণী এবং শিক্ষায় নিজেদের দীক্ষিত করে কাজ করার চেষ্টা করব। স্বামীজি বলেছেন নিজ ধর্মের প্রতি আস্থাশীল থাকবে এবং অপরের ধর্মকে শ্রদ্ধা করবে। আমরা এই নীতিতেই বিশ্বাসী।’

শুভেন্দু আরও বলেন, ‘রাম নবমীতে হিংসা হবে একথা কোনও ধর্মীয় সংগঠন বলেনি। একমাত্র রাজ্যের মুখ্যমন্ত্রীই একথা বলেছেন। রেড রোডে দাঁড়িয়ে উনি বলেছিলেন এ এক ভয়ংকর প্রবণতা। গোটা রাজ্যে একহাজার মিছিল বেরিয়েছে। সেই মিছিলে কিন্তু বিজেপিকে ভোট দাও একথা কেউ বলেনি। জয় শ্রীরাম ধ্বনি উঠেছে, ভারত মাতার জয় ধ্বনি উঠেছে। রাম নবমীর মিছিলপ ধর্মপ্রাণ রামভক্তদের উপর আক্রমণ হয়েছে।’

suvendu anbika

এরপরই শুভেন্দু নিশানা করেন সরাসরি মমতা বন্দ্যেপাধ্যায়কে। তিনি বলেন, ‘রাম নবমীর মতো হিংসা ঘটলে পুলিসের উচিত ধর্ম ও রাজনীতির ঊর্ধ্বে উঠে দাঙ্গাবাজদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া। এখানে কিন্তু সেটা হয়নি। পুলিসকে নিষ্ক্রিয় করে তিনদিন ধরে তাণ্ডব চালানো হয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিবৃতি দিলেন হিন্দুরা দাঙ্গা করেছে, বজরং দল দাঙ্গা করেছে, হিন্দু জাগরণ মঞ্চ দাঙ্গা করেছে, আরএসএস-র লোকেরা দাঙ্গা করেছে।’

মমতাকে নিশানা করে শুভেন্দু আরও বলেন, ‘মুখ্যমন্ত্রী এখানে তোষণের রাজনীতি করেছেন। দীঘার প্রশাসনিক জনসভায় দাঁড়িয়ে তিনি বলেন তিনি আল্লাহর কাছে দোয়া করছেন সংখ্যালঘু ভাই বোনেরা যেন সব হিন্দুদের খতম করে দেন। মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গে ভেদাভেদের রাজনীতি করেন।’

এরপরই রাজ্যের বিরোধী দলনেতার ভাষনে উঠে আসে এনআরসি প্রসঙ্গ। তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বাংলা এয়ে সবকা সাথ, সবকা বিকাশের কথা বলেন, তখন মুখ্যমন্ত্রী সংখ্যালঘুদের ভোট ব্যাঙ্কে পরিণত করার জন্য এনআরসির ভয় দেখায়। তিনি সকলকে বোঝান, সিএএ মানে হিন্দুরা থাকবপ, বাকি সবাইকে তাড়িয়ে দেওয়া হবে।’


Sudipto

সম্পর্কিত খবর