DA লড়াই জারি থাক! বেতনের চল্লিশ হাজার টাকা সংগ্রামী যৌথ মঞ্চের হাতে তুলে দিলেন শুভেন্দু

   

বাংলা হান্ট ডেস্কঃ মহার্ঘ ভাতা নিয়ে এই রাজ্যে দীর্ঘদিন ধরে টানাপোড়েন চলছে। কেন্দ্রীয় হারে মহার্ঘ ভাতা দেওয়া থেকে শুরু করে বকেয়া DA মেটানো, একাধিক দাবিতে সরব হয়েছেন রাজ্য সরকারি কর্মীদের একাংশ। সেই জল গড়িয়েছে সুপ্রিম কোর্ট অবধি। এবার DA আন্দোলনকারী সংগ্রামী যৌথ মঞ্চের পাশে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রীর কাছে বিশেষ আর্জি জানালেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)।

সম্প্রতি বিধায়কদের বেতন বৃদ্ধি হয়েছে। নন্দীগ্রামের BJP বিধায়ক তথা রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দুর ৪০,০০০ টাকা বেতন বেড়েছে। সেই বর্ধিত টাকা DA (Dearness Allowance) আন্দোলনকারী সংগ্রামী যৌথ মঞ্চের হাতে তুলে দেন তিনি। এদিন চেক তুলে দিতে দেখা যায় তাঁকে। সংগ্রামী যৌথ মঞ্চের (Sangrami Joutha Mancha) আইনি লড়াইয়ের জন্য এই অর্থ তুলে দিলেন শুভেন্দু।

এদিন সংগ্রামী যৌথ মঞ্চের প্রতিনিধিদের হাতে চেক তুলে দেওয়ার পর রাজ্যের শাসক দল এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) উদ্দেশে একটি বিশেষ আর্জি জানান শুভেন্দু। পশ্চিমবঙ্গের প্রাক্তন বিধায়কদের ভাতা বৃদ্ধি এবং রাজ্য সরকারি কর্মীদের কেন্দ্রীয় হারে মহার্ঘ ভাতা দেওয়ার অনুরোধ করেন তিনি।

আরও পড়ুনঃ ৩ দিন তল্লাশি! বিকাশ ভবন থেকে বস্তাভর্তি নথি উদ্ধার CBI-র, এবার ঘুরবে নিয়োগ দুর্নীতি মামলার মোড়?

শুভেন্দু বলেন, ‘রাজ্য বিধানসভায় যারা সরকারি দল চালাচ্ছেন তাঁদের অনুরোধ করব, প্রাক্তন বিধায়কদের ভাতা বৃদ্ধি করুন। তাঁরা অত্যন্ত কষ্টে আছেন। তাঁরা বয়স্ক মানুষ এবং তৃণমূল কংগ্রেস রাজনৈতিক দৃষ্টিভঙ্গি নিয়ে দেখেছে প্রাক্তন বিধায়কদের মধ্যে বেশিরভাগ বামফ্রন্টের। তবে সেসব না দেখে প্রাক্তন বিধায়কদের জন্য তাঁদের ভাবা উচিত’।

Suvendu Adhikari Sangrami Joutha Mancha

এরপর রাজ্য সরকারি কর্মীদের কেন্দ্রীয় হারে মহার্ঘ ভাতা দেওয়ার অনুরোধ জানিয়ে শুভেন্দু বলেন, ‘সরকারি কর্মচারীদের কেন্দ্রীয় হারে মহার্ঘ ভাতা দিয়ে দেওয়া উচিত। কারণ মুখ্যমন্ত্রী তো এখন অনেক ভোটও পেয়ে গিয়েছেন। ২ কোটি ৭১ লক্ষ ভোট পেয়েছেন, ২৯টি আসন পেয়েছেন। তাই ওনার তো কোনও সমস্যা থাকা উচিত নয়। দু’হাত ভরে ওনার দিয়ে দেওয়া উচিত’।

Sneha Paul
Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তরের পর সাংবাদিকতা শুরু। বিগত প্রায় ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর