উধাও শাহজাহানের জোড়া মোবাইল! দিন রাত এক করে খুঁজছে CBI, কী এমন ছিল তাতে?
বাংলা হান্ট ডেস্কঃ হদিস নেই সন্দেশখালির ‘বেতাজ বাদশা’র দুটি মোবাইলের? কোথায় রয়েছে সেগুলো! বহু টানাপোড়েনের পর আদালতের নির্দেশে সন্দেশখালি কাণ্ডের মূল অভিযুক্ত শেখ শাহজাহানকে (Sheikh Shahjahan) নিজেদের জিম্মায় পেয়েছে সিবিআই (CBI)। চলছে ম্যারাথন জিজ্ঞাসাবাদ। এই পরিস্থিতিতে তথ্য-প্রমাণ খুঁজে পেতে তদন্তকারীদের ওই দুটি ফোন অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে রীতিমতো উধাও হয়ে গিয়েছে শেখ শাহজাহানের দুটি ফোন। সূত্রের … Read more