রাজ্যসভায় বিরোধীদের তুমুল বিক্ষোভ, সাসপেন্ড হলেন তৃণমূলের ৭ সহ ১০ সাংসদ
বাংলাহান্ট ডেস্ক : অসংসদীয় আচরণের অভিযোগে ১৯ জন সাংসদকে সাসপেন্ড করা হল রাজ্যসভা (Rajya Sabha) থেকে। তার মধ্যে টিএমসির দোলা সেন (Dola Sen) মৌসম নূর (Mousam Noor), শান্তনু সেন (Shantanu Sen) এবং সুস্মিতা দেবও (Susmita Dev) রয়েছেন এই তালিকায়। জানা যাচ্ছে এক সপ্তাহের জন্য তাঁদের সাসপেন্ড করা হয়েছে। এর আগে বাজেট অধিবেশনে একাধিক টিএমসি (TMC) … Read more