হায় হায়! এই শহরে পা রাখলেই বিপদ! জল বন্দুক ছুঁড়ছেন স্থানীয়রা, করছেন ‘প্রটেস্ট’! কেসটা কী?
বাংলাহান্ট ডেস্ক: পর্যটকদের বিরুদ্ধে রাস্তায় নামছেন এই শহরের বিক্ষোভকারীরা। শনিবার ৬ জুলাই প্রায় ২,৮০০ জন বিক্ষোভকারী নেমে হাতে প্ল্যাকার্ড নেড়ে জলের বন্দুক উঁচিয়ে পর্যটকদের “ঘরে ফিরে যেতে” আহ্বান জানালেন। স্থানীয় বাসিন্দাদের বিশ্বাস, অর্থনীতিকে চাঙ্গা করা সত্ত্বেও, ক্রমবর্ধমান পর্যটন বিপত্তি ডেকে আনছে। নিশ্চয়ই ভাবছেন কোথায় এমনটা হল? শহরের নাম স্পেনের (Spain) বার্সেলোনা (Barcelona)। কিন্তু হঠাৎ পর্যটকদের … Read more