কুম্বলের মত আর কেউ ভারতীয় দলে আমার জায়গা নিশ্চিত করে নি, গৌতম গম্ভীর।
ভারতীয় লেগ স্পিনার অনিল কুম্বলে 132 ম্যাচের 619 টি উইকেট নিয়েছিলেন। তবে সেই সময় ডিআরএসের কোনো সুবিধা ছিল না। সেই কারণেই প্রাপ্তন ভারত ওপেনার গৌতম গম্ভীর মনে করেন সেই সময় যদি ডিআরএস থাকতো তাহলে 900 উইকেটের মালিক হতে পারতেন অনিল কুম্বলে। ডিআরএস না থাকায় সেই সময় অনেক উইকেট পাওয়া থেকে বঞ্চিত হতে হয়েছিল কুম্বলেকে। একই … Read more